logo

নারায়ণগঞ্জে শ্রমিক-পুলিশ সংঘর্ষে আহত ১৫

নারায়ণগঞ্জে শ্রমিক-পুলিশ সংঘর্ষে আহত ১৫

নারায়ণগঞ্জ, ২৩ আগস্ট- নারায়ণগঞ্জের বন্দরের মদনপুর এলাকায় শনিবার সকালে একটি শিল্প কারখানার শ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে প্রায় ১৫ জন আহত হয়েছে। এস ময় ঢাকা-চট্রগ্রাম মহাসড়কে প্রায় দেড় ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে।

জানা গেছে, বন্দরের মদনপুর এলাকাতে অবস্থিত পারটেক্স গ্রুপের শ্রমিকেরা বেতন বৃদ্ধির দাবিতে শনিবার সকাল সাড়ে ৭টার দিকে কারখানার কয়েক’শ শ্রমিক কাজে যোগ না ঢাকা-চট্রগ্রাম মহাসড়ক অবরোধ করে সড়কের উপরে বসে বিক্ষোভ করে।

পরে সকাল সাড়ে ৮টায় অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে এসে শ্রমিকদের উপর লাঠিচার্জ শুরু করে। এসময় শ্রমিকেরাও পাল্টা ইটপাটকেল ছুড়লে উভয় পক্ষের মধ্যে প্রায় আধঘণ্টা ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষ হয়। এতে ১৫ জন আহত হয়। পরে সকাল ৯টার দিকে অতিরিক্ত পুলিশ আসলে মহাসড়কে যান চলাচল শুরু হয়।

বন্দর থানার ওসি আকতার মোর্শেদ এ প্রতিবেদককে জানান, শ্রমিকেরা বেতন বৃদ্ধির দাবিতে মহাসড়ক অবরোধ করলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের উঠিয়ে দেয়। পরে যান চলাচল স্বাভাবিক রয়েছে।