logo

নারায়ণগঞ্জ-৫ আসনে জাতীয় পার্টির মনোনয়ন পেলো সেলিম ওসমান

নারায়ণগঞ্জ-৫ আসনে জাতীয় পার্টির মনোনয়ন পেলো সেলিম ওসমান

নারায়ণগঞ্জ, ২৮ মে- নারায়ণগঞ্জ-৫ আসনের প্রয়াত সাংসদ নাসিম ওসমানের শূন্য আসনে উপনির্বাচনে তারই ভাই সেলিম ওসমানকে মনোনয়ন দিয়েছে জাতীয় পার্টি (জাপা)।

বুধবার জাপার মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলু সংবাদ সম্মেলন করে বিষয়টি নিশ্চিত করেছেন।

সেলিম ওসমানের দলীয় মনোনয়ন চূড়ান্ত করতে বুধবার রাজধানীর বনানীতে দলের চেয়ারম্যান এইচ এম এরশাদের কার্যালয়ে বৈঠকে বসে দলের সংসদীয় বোর্ড। বৈঠকের পর সংবাদ সম্মেলন করে দলের এ সিদ্ধান্তের কথা জানানো হয়।

এর আগে নারায়ণগঞ্জ-৫ আসনের উপনির্বাচনে অংশ নিতে জাপা থেকে সেলিম ওসমানসহ তিনজন মনোনয়নপত্র সংগ্রহ করেন। অন্য দুজন হলেন বিরোধীদলীয় নেতা রওশন এরশাদের রাজনৈতিক সচিব গোলাম মসিহ ও স্থানীয় নেতা শামীম মিয়া।

উল্লেখ্য, জাতীয় পার্টির সভাপতিমণ্ডলীর সদস্য নাসিম ওসমানের মৃত্যুতে ওই আসনটি শূন্য হয়। আসনটিতে আগামী ২৬ জুন উপনির্বাচন অনুষ্ঠিত হবে।