logo

চাকসু নির্বাচনের নীতিমালা প্রণয়নে পাঁচ সদস্যের কমিটি

চাকসু নির্বাচনের নীতিমালা প্রণয়নে পাঁচ সদস্যের কমিটি

চট্টগ্রাম, ২১ মার্চ- চাকসু নির্বাচনের নীতিগত সিদ্ধান্তের পর এবার পাঁচ সদস্যের নীতিমালা রিভিউ কমিটি গঠন করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রশাসন। গঠিত কমিটিকে ডাকসুর নীতিমালা বিশ্লেষণ করে স্বল্পতম সময়ের মধ্যে একটি যুগোপযোগী নীতিমালা প্রণয়নের সুপারিশ করতে বলা হয়েছে।

বৃহস্পতিবার বিষয়টি নিশ্চিত করেন চবি উপাচার্য অধ্যাপক ড. ইফতেখার উদ্দিন চৌধুরী।

কমিটিতে প্রধান করা হয়েছে বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. সফিউল আলমকে। কমিটির অন্যান্য সদস্যরা হলেন- আইন অনুষদের ডিন অধ্যাপক ড. এ বি এম আবু নোমান, লোক প্রশাসন বিভাগের সভাপতি অধ্যাপক ড. আমীর মোহাম্মদ নসরুল্লাহ, সহকারী প্রক্টর ও সংস্কৃতি বিভাগের সহকারী অধ্যাপক লিটন মিত্র। এছাড়া সদস্য সচিব হিসেবে রয়েছেন নির্বাচনী পর্ষদ শাখার প্রধান মো. ইউছুপ।

উপাচার্য বলেন, চাকসু নির্বাচন সম্পন্ন করার প্রাথমিক ধাপ হিসেবেই এ কমিটি গঠন করা হয়েছে। স্বল্পতম সময়ের মধ্যে কমিটি ডাকসুর নীতিমালাসহ অন্যান্য বিশ্ববিদ্যালয়ের নীতিমালা বিচার বিশ্লেষণ করে চাকসুর ৩০ বছরের পুরনো নীতিমালা আধুনিকায়ন করবে।

এমএ/ ০৫:০০/ ২১ মার্চ