logo

ইয়াবা সেবনে এএসআই চাকরিচ্যুত

ইয়াবা সেবনে এএসআই চাকরিচ্যুত

চাঁপাইনবাবগঞ্জ, ১০ জুলাই- ইয়াবা সেবনের সময় হাতে-নাতে ধরা পড়ায় চাঁপাইনবাবগঞ্জ পুলিশ লাইনে কর্মরত সহকারী উপপরিদর্শক (এএসআই) ফয়সাল আহমেদকে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

সোমবার সকালে তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে বলে নিশ্চিত করেছেন পুলিশ সুপার টি.এম মোজাহিদুল ইসলাম।

চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ সাবের রেজা আহমেদ জানান, রবিবার রাত ৯টার দিকে সদর উপজেলার কালিনগর মরা পাগলা এলাকায় কয়েকজন সহযোগীর সঙ্গে ইয়াবা সেবনের সময় স্থানীয় লোকজন এএসআই ফয়সাল আহমেদকে ধরে ফেলে। পরে খবর পেয়ে রাত সাড়ে ১১টার দিকে সদর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে।

ওসি জানান, বিভিন্ন অভিযোগের কারণে সম্প্রতি ওই এএসআইকে সদর মডেল থানা থেকে পুলিশ লাইনে ক্লোজ করা হয়।

এছাড়া আন্তঃজেলা মোটরসাইকেল চোর সিন্ডিকেটের সঙ্গে জড়িত থাকারও অভিযোগ রয়েছে এই পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে।

চাঁপাইনবাবগঞ্জের পুলিশ সুপার টি.এম মোজাহিদুল ইসলাম জানান, মাদক সেবন ও অনৈতিক কর্মকাণ্ডের কারণে এএসআই ফয়সাল আহমেদকে সোমবার চাকরি থেকে সাময়িক ররখাস্ত করা হয়েছে।

এসপি জানান, এমন অপকর্মের সঙ্গে পুলিশের কোনো সদস্য জড়িয়ে পড়লে সঙ্গে সঙ্গে তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেয়া হবে।