Deshe Bideshe

DESHEBIDESHE

ইউনিজয়
ফনেটিক
English
টরন্টো, বুধবার, ২৩ অক্টোবর, ২০১৯ , ৮ কার্তিক ১৪২৬

হাসিখুশি ক্লাব

বারবার ফোন করি

<p>বারবার ফোন করি</p>

ঝগড়ার পর বউ রাগ করে বাপের বাড়ি চলে গেছে। স্বামী রোজ কয়েকবার ফোন করে। কিন্তু স্ত্রীর বদলে শাশুড়ি ফোন ধরেন এবং বিরক্ত কণ্ঠে জানিয়ে দেন যে তার মেয়ে এমন ছেলের ঘর করবে না। আজও জামাই ফোন দিলো শ্বশুরবাড়িতে।

শাশুড়ি : কতোবার বলবো যে আমার মেয়ে তোমার সংসার আর করবে না! তারপরও বারবার ফোন করে বিরক্ত করছো কেন, বাবা?

জামাই : আপনার প্রথম কথাটা বারবার শুনতে খুউব ভালো লাগে, শান্তি পাই আম্মা। এজন্যই বারবার ফোন করি।

হাস্যরসে ভরপুর লেখা দিতে লগইন/রেজিষ্টার করুন
Bangla Newspaper, Bengali News Paper, Bangla News, Bangladesh News, Latest News of Bangladesh, All Bangla News, Bangladesh News 24, Bangladesh Online Newspaper
উপরে