Deshe Bideshe

DESHEBIDESHE

ইউনিজয়
ফনেটিক
English
টরন্টো, মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর, ২০১৯ , ২ আশ্বিন ১৪২৬

হাসিখুশি ক্লাব

দাম্পত্য জীবনে সুখী হওয়ার উপায়

<p>দাম্পত্য জীবনে সুখী হওয়ার উপায়</p>

এক বন্ধুকে অপর বন্ধু জিজ্ঞেস করলেন- 

১ম বন্ধু: দাম্পত্য জীবনে তুমি কি সুখী? 
২য় বন্ধু: আমরা সপ্তাহে দুই দিন নিয়ম করেই রেস্তোরাঁয় যাই। সেখানে রাতের খাবারের পর গান শুনে হাঁটতে হাঁটতে বাসায় ফিরি। বল, এটা কি সুখী দম্পতির বৈশিষ্ট্য নয়?
১ম বন্ধু: তা তোমরা কবে কবে রেস্তোরাঁয় যাও?
২য় বন্ধু: আমি রেস্তোরাঁয় যাই বুধবার আর আমার স্ত্রী যায় শুক্রবার।

মীর ওপর মনোযোগ দেন

ম্যাডাম: তিতুমীর কে চেনো?
পল্টু: না ম্যাডাম, চিনি না।
ম্যাডাম: পড়াশোনায় মনোযোগ দাও, তাহলেই চিনতে পারবে।
পল্টু: আপনি কি সুমি আন্টিকে চেনেন?
ম্যাডাম: না, চিনি না।
পল্টু: স্বামীর ওপর মনোযোগ দেন, তাহলেই চিনতে পারবেন!

ওষুধ খাওয়ার পর ভূমিকম্প 

এক ভদ্রলোক জাপানে গিয়ে অসুস্থ হয়ে পড়লেন। চিকিৎসক গিয়ে একটি ওষুধ পানিতে গুলে খেতে দিলেন। ভদ্রলোক ওষুধ খেয়ে বললেন- 
ভদ্রলোক: বাবা রে বাবা, খুব কড়া ওষুধ তো। খেয়ে মনে হচ্ছে টলছি, আসবাবগুলোও চোখের সামনে দুলছে।
চিকিৎসক: না, না, ওষুধের জন্য নয়, এখন ভূমিকম্প হচ্ছে!

এমএ/ ০৯:২২/ ২৬ নভেম্বর

হাস্যরসে ভরপুর লেখা দিতে লগইন/রেজিষ্টার করুন
Bangla Newspaper, Bengali News Paper, Bangla News, Bangladesh News, Latest News of Bangladesh, All Bangla News, Bangladesh News 24, Bangladesh Online Newspaper
উপরে