বগুড়া

বগুড়ায় করোনায় শনাক্তের হার কমলেও বাড়ছে মৃত্যু

বগুড়া, ০৫ জুলাই- বগুড়ায় করোনায় আরও আট জনের মৃত্যু হয়েছে। রোববার সকাল ৮ টা থেকে পরবর্তী ২৪ ঘন্টায় মারা যাওয়া আট জনের মধ্যে সাতজন দুটি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। আরেকজন বাড়িতে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

আগের দিন জেলায় করোনায় পাঁচ জনের মৃত্যু হয়েছিল৷ আগের দিনের তুলনায় মৃত্যু বাড়লেও একদিনের ব্যবধানে আক্রান্তের হার প্রায় ৫ ভাগ কমে ২৭ শতাংশে নেমে এসেছে।

বগুড়ার ডেপুটি সিভিল সার্জন ডা. মোস্তাফিজুর রহমান তুহিন সোমবার অনলাইন ব্রিফিং এসব তথ্য জানান। তিনি বলেন,গত ২৪ ঘন্টায় ১ হাজার ১৬২ টি নমুনার ফলাফলে নতুন করে ৩১৪ জনের করোনা পজিটিভ শনাক্ত হয়েছেন। আক্রান্তের হার ২৭ দশমিক শূন্য ২শতাংশ। আগের দিন আক্রান্তের হার ছিল ৩২ দশমিক ৩৩ শতাংশ।

ডা. তুহিন জানান, ৩ জুলাই ঢাকায় পাঠানো ৬২৬ নমুনার ফলাফলে ১৭২ জনের দেহে করোনাভাইরাসের সংক্রমণ মেলে। অন্যদিকে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজের (শজিমেক) পিসিআর ল্যাবে ২৮২টি নমুনায় ৬৮ জনের পজিটিভ শনাক্ত হয়। একই কলেজে জিন এক্সপার্ট মেশিনে ১৪ টি নমুনা পরীক্ষায় ৬ জন ও এন্টিজেন পরীক্ষায় ১৯৩ টি নমুনায় আরও ৫০ জন করোনা পজিটিভ হয়েছেন। এছাড়া বেসরকারি টিএমএসএস মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে ৪৭ টি নমুনায় ১৮ জন করোনা পজিটিভ শনাক্ত হয়েছেন।

ডা. তুহিন জানান, বগুড়া জেলায় এ পর্যন্ত ১৪ হাজার ৬৯৩ জন করোনায় আক্রান্ত শনাক্ত হয়েছেন। এছাড়া নতুন করে আট জনের মৃত্যুতে জেলায় মোট মৃত্যু ৪২৯ জনে পৌঁছেছে। বর্তমানে জেলায় করোনায় আক্রান্ত হয়ে ১ হাজার ২৬৯ জন চিকিৎসা নিচ্ছেন।

সূত্রঃ সমকাল

Back to top button