রাজবাড়ী

দৌলতদিয়ায় ১২ শতাধিক যাত্রী নিয়ে বনলতা

রাজবাড়ী, ১০ মে – লকডাউনের বিধিনিষেধ উপেক্ষা করে মানিকগঞ্জের পাটুরিয়া থেকে একটি ছোট ইউটিলিটি ফেরিতে দৌলতদিয়া ঘাটে এসেছে প্রায় ১২ শতাধিক যাত্রী ও ১টি এম্বুলেন্স।

সোমবার (১০ মে) বেলা সাড়ে ১১টার দিকে বনলতা নামের ওই ইউটিলিটি ফেরি দৌলতদিয়ার ৫নং ফেরি ঘাটে আসে।

এ সময় যাত্রীদের সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি মানতে দেখা যায়নি। এছাড়া অনেকের মুখে ছিলো না মাস্ক।

এদিকে ফেরি থেকে যাত্রীরা নেমে অতিরিক্ত ভাড়া দিয়ে মাইক্রোবাস, মাহেন্দ্র, অটোরিক্সা, মোটরসাইকেলসহ বিভিন্ন মাধ্যমে গন্তব্যে যাচ্ছে। এতেও নাই স্বাস্থ্যবিধি। এছাড়া দৌলতদিয়ায় নদী পারের জন্য অপেক্ষমান রয়েছে কিছু যাত্রী ও শতাধিক ছোট গাড়ি।

সূত্র : একুশে
এন এইচ, ১০ মে

Back to top button