ব্যবসা

১০০ কোটি ডলার জরিমানার মুখে আলিবাবা

বেইজিং, ১৩ মার্চ – চীনা প্রযুক্তি বিলিয়নিয়ার জ্যাক মা-র সবচেয়ে বড় অনলাইন জায়ান্ট কোম্পানি আলিবাবা। এবার সেই কোম্পানিকে ১০০ কোটি মার্কিন ডলার জরিমানা করা হতে পারে বলে সম্প্রতি জানিয়েছে চীনা প্রশাসন। শুক্রবার  সংবাদ মাধ্যম একটি প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

চীনা সরকার শেষ কয়েক মাস আলিবাবার নিয়ন্ত্রণাধীন ছোট কোম্পানি ‘অ্যান্ট গ্রুপ কো’-র লাগাম টেনে ধরে। তারপর এ কোম্পানির বাজারে ছাড়া শেয়ার আটকে দেয় দেশটির সরকার। ঘটনার সময় জনসম্মুখ থেকে আড়াল হয়ে যান জ্যাক মা। ক্রমেই পরিস্থিতি জটিল হয়ে ওঠে।

চীনের বাণিজ্য বাজারে আধিপত্য বিস্তার করে একচেটিয়া ব্যবসা করার অভিযোগ আনা হয়েছে অনলাইন জায়ান্ট কোম্পানি আলিবাবার বিরুদ্ধে। ফলে বিপুল পরিমাণ জরিমানার মুখে পড়তে পারে কোম্পানিটি। তবে এই জরিমানা নিয়ে চীনা প্রশাসনের তরফ থেকে কোনো প্রতিক্রিয়া দেওয়া হয়নি।

আরও পড়ুন : নতুন উদ্যোক্তারা জামানত ছাড়া ৫০০ কোটি টাকার ঋণ পাবেন

এর আগে ২০১৫ সালে কোয়ালকম কোম্পানির বিরুদ্ধে এমনই এক অভিযোগ এনেছিল চীনা প্রশাসন। সেক্ষেত্রে জরিমানার পরিমাণ ছিল ৯৭ কোটি ডলারের বেশি। কিন্তু এবার আলিবাবার জরিমানা সেই রেকর্ডকেও ভেঙে দিতে বসেছে।

চীনা বাণিজ্য নিয়ন্ত্রক সংস্থাগুলোর বরাত দিয়ে ভারতীয় গণমাধ্যম থেকে জানা গেছে, জরিমানার পাশাপাশি একাধিক বিধিনিষেধ চাপানো হতে পারে। আলিবাবার বেশ কিছু সম্পদের ওপর থেকে তার মালিকানার অধিকার তুলে নেওয়া হতে পারে বলেও জানা গেছে।

ঘটনার শুরু বছরের ডিসেম্বর থেকে। চীনা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, আলিবাবার বিরুদ্ধে বিশ্বাসভঙ্গের একটি তদন্ত শুরু করতে চলেছে দেশটির সরকার। তার আগে হঠাৎ চীনের বাণিজ্য নিয়ন্ত্রণ নীতি নিয়ে প্রকাশ্যে সমালোচনা করেন জ্যাক মা। তাই অনেকেই মনে করছেন, সেই কারণেই প্রশাসনের রোষের মুখে পড়তে হয়েছে তার কোম্পানি আলিবাবাকে।

সূত্র : প্রতিদিনের সংবাদ
এন এইচ, ১৩ মার্চ


Back to top button
🌐 Read in Your Language