মধ্যপ্রাচ্য

জর্ডানের রাজা আব্দুল্লাহর সঙ্গে ইসরাইলি প্রতিরক্ষামন্ত্রীর গোপন বৈঠক

জেরুসালেম, ০১ মার্চ – জর্ডানের রাজা দ্বিতীয় আব্দুল্লাহর সঙ্গে গোপন বৈঠক করেছেন ইসরাইলি প্রতিরক্ষামন্ত্রী বেনি গান্টজ।

সংবাদমাধ্যম রোববার এ সংবাদ প্রকাশ করেছে।

খবরে বলা হয়, জর্ডানের রাজার সঙ্গে ইসরাইলি প্রতিরক্ষামন্ত্রীর ওই গোপন বৈঠকটি জর্ডানে হলেও কবে এবং কোথায় হয়েছে তা উল্লেখ করা হয়নি।

ইসরাইলের আসন্ন জাতীয় নির্বাচনে ব্লু অ্যান্ড হোয়াইট পার্টি থেকে নির্বাচন করবেন প্রতিরক্ষামন্ত্রী বেনি গান্টজ। খবরে বলা হয়, দলটির শীর্ষ নেতাদের এ গোপন বৈঠকের কথা জানিয়েছেন তিনি।

আরও পড়ুন : ফিলিস্তিনের শ্রমিকদের করোনার টিকা দেবে ইসরায়েল

নেতানিয়াহুর কঠোর সমালোচনা করে বেনি গান্টজ বলেন, আম্মানের সঙ্গে সম্পর্কের অবনতি হচ্ছে ইসরাইলের প্রধানমন্ত্রীর কারণে।

এর আগে ইসরাইলের পররাষ্ট্রমন্ত্রী গাবি আশকেনাজিও একাধিকবার জর্ডানের রাজার সঙ্গে দেখা করেছেন। তবে এসব গোপন বৈঠক নিয়ে মুখ খোলেনি জর্ডানের কর্তৃপক্ষ।

ইসরাইলের সঙ্গে সবচেয়ে দীর্ঘ সীমান্ত জর্ডানের। ১৯৯৪ সালে মধ্যপ্রাচ্যে এ মুসলিম দেশটি ইসরাইলকে স্বীকৃতি দেয়। এর আগে ১৯৭৯ সালে মদ্যপ্রাচ্যের দেশগুলোর মধ্যে সবার আগে ইসরাইলকে স্বীকৃতি দেয় মিসর।

সূত্র : যুগান্তর
এন এইচ, ০১ মার্চ

Back to top button