জাতীয়
গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি ড. কামাল হোসেন

ঢাকা, ০২ জানুয়ারি – বাংলাদেশের সংবিধানের অন্যতম প্রণেতা ও গণফোরামের প্রতিষ্ঠাতা ড. কামাল হোসেন গুরুতর অসুস্থ। শুক্রবার তাঁকে রাজধানীর স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছে।
গণফোরামের সাধারণ সম্পাদক মিজানুর রহমান গণমাধ্যমকে এ তথ্য জানান।
গণফোরাম এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, বর্তমানে ড. কামাল হোসেন শারীরিক দুর্বলতা এবং ফুসফুসজনিত জটিলতায় ভুগছেন।
দেশবাসীর কাছে তার আরোগ্যের জন্য দোয়া চেয়েছেন গণফোরামের সাধারণ সম্পাদক মো. মিজানুর রহমান।
ড. কামাল হোসেন সর্বশেষ গত বুধবার বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে মানিক মিয়া অ্যাভিনিউতে গিয়েছিলেন।
সূত্র: বাংলাদেশ জার্নাল
এনএন/ ০২ জানুয়ারি ২০২৬









