জাতীয়

জুলাই অভ্যুত্থানে বেওয়ারিশ হিসেবে দাফন করা ৮ শহীদের পরিচয় শনাক্ত

ঢাকা, ০১ জানুয়ারি – জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে নিহত হয়ে রায়েরবাজার কবরস্থানে বেওয়ারিশ হিসেবে দাফন হওয়া ১১৮ জনের মধ্যে ৮ শহীদের পরিচয় নিশ্চিত হওয়া গেছে। ডিএনএ পরীক্ষার মাধ্যমে আন্তর্জাতিক মানদণ্ড অনুসরণ করে এই পরিচয় শনাক্ত করা হয়েছে। বৃহস্পতিবার (১ জানুয়ারি) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এই তথ্য নিশ্চিত করেন।

প্রেস সচিব জানান, রায়েরবাজার কবরস্থানে যাদের দাফন করা হয়েছিল, সেখান থেকে মরদেহ উত্তোলন করে ডিএনএ পরীক্ষার মাধ্যমে আটজনকে সফলভাবে শনাক্ত করা হয়েছে। তাদের পরিবারকে বিষয়টি এরই মধ্যে জানানো হয়েছে। এ বিষয়ে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় খুব শিগগিরই বিস্তারিত তথ্য প্রকাশ করবে। সরকারের লক্ষ্য প্রতিটি শহীদের সঠিক পরিচয় বের করে তাদের সম্মান জানানো।

শহীদদের পরিচয় শনাক্ত করার এই জটিল ও সূক্ষ্ম কাজটি সম্পন্ন করতে আন্তর্জাতিক বিশেষজ্ঞদের সহায়তা নেওয়া হচ্ছে। শফিকুল আলম বলেন, বসনিয়া যুদ্ধের সময় সেব্রেনিৎসায় যে পদ্ধতি ব্যবহার করে পরিচয় শনাক্ত করা হয়েছিল, বাংলাদেশেও একই আধুনিক পদ্ধতি অনুসরণ করা হচ্ছে। সেব্রেনিৎসার ঘটনার বিশেষজ্ঞরা বাংলাদেশের সংশ্লিষ্ট কর্মকর্তাদের এ বিষয়ে বিশেষ প্রশিক্ষণ দিয়েছেন।

ডিএনএ স্যাম্পলের মাধ্যমে নিখুঁতভাবে পরিচয় শনাক্ত করতে দেশীয় কয়েকজন বিশেষজ্ঞকেও দক্ষ করে তোলা হয়েছে। প্রেস সচিব উল্লেখ করেন, এটি অত্যন্ত সময়সাপেক্ষ ও কষ্টসাধ্য কাজ। তবে সরকার প্রতিটি পরিবারের দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটাতে এবং প্রতিটি শহীদের রাষ্ট্রীয় মর্যাদা নিশ্চিত করতে বদ্ধপরিকর। রায়েরবাজারে দাফন হওয়া বাকি মরদেহগুলোর পরিচয় শনাক্তের কাজও পর্যায়ক্রমে চলমান থাকবে।

সূত্র: আরটিভি নিউজ
এনএন/ ০১ জানুয়ারি ২০২৬


Back to top button
🌐 Read in Your Language