জাতীয়

পদত্যাগ ব্যক্তিগত সিদ্ধান্ত, ইনসাফের পথেই এগিয়ে যাবে এনসিপি

কুমিল্লা, ৩০ ডিসেম্বর – জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে একাধিক নেতার পদত্যাগের প্রেক্ষাপটে দলটির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, ব্যক্তিগত সিদ্ধান্তে যে কেউ পদত্যাগ করতে পারেন। রাজনৈতিক দলগুলোতে মতপার্থক্যের কারণে ভাঙা-গড়ার খেলা চলেই।

সোমবার (২৯ ডিসেম্বর) বিকালে কুমিল্লার দেবীদ্বার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাচনের সহকারী রিটার্নিং অফিসার রাকিবুল ইসলামের কাছে কুমিল্লা-৪ (দেবীদ্বার) আসনে এনসিপির প্রার্থীতার মনোনয়নপত্র জমা দেওয়ার পর হাসনাত আব্দুল্লাহ সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন।

হাসনাত আব্দুল্লাহ বলেন, আমরা মনে করি, জুলাই অভ্যুত্থান পরবর্তী সময়ে ইনসাফ প্রতিষ্ঠার যে আকাঙ্ক্ষা তৈরি হয়েছে, তা নিয়েই আমরা এগিয়ে যাব। যারা এখন দূরে সরে গেছেন, ভবিষ্যতে প্রয়োজন মনে করলে তারা আবার যুক্ত হবেন। আমরা তাদের ব্যক্তিগত সিদ্ধান্তকে সম্মান জানাই। দলের ওপর সাময়িক কোনো নেতিবাচক প্রভাব পড়লে আমরা ইতিবাচক কার্যক্রমের মাধ্যমেই তা কাটিয়ে উঠতে সক্ষম হবো।

তিনি বলেন, আমরা দীর্ঘ ১৭ বছর ফ্যাসিবাদী শাসন দেখেছি। এর ফলে আমরা যেমন মৌলিক মানবাধিকার থেকে বঞ্চিত হয়েছি, তেমনি আমাদের অর্থনৈতিক সংকটের মধ্য দিয়ে যেতে হয়েছে। এই অবস্থা থেকে মুক্তি, ভোটাধিকার নিশ্চিত করা এবং লুণ্ঠিত গণতন্ত্র ফিরিয়ে এনে জনমানুষের আকাঙ্ক্ষা পূরণ করাই আমাদের লড়াইয়ের মূল লক্ষ্য।

তিনি আরও বলেন, ইনসাফ প্রতিষ্ঠা করতে গিয়েই শরীফ ওসমান হাদি শহিদ হয়েছেন। রাষ্ট্রের স্থানীয় থেকে জাতীয় পর্যায় পর্যন্ত ইনসাফ কায়েম করাই আমাদের মূল লক্ষ্য। দুর্নীতির বিরুদ্ধে জোটের যে দৃঢ় অবস্থান, আমরা সেটি সমুন্নত রাখব। একই সঙ্গে ইনসাফ প্রতিষ্ঠার প্রশ্নে আমাদের আপসহীন অবস্থান থাকবে।

এদিন মনোনয়নপত্র জমা দেওয়ার সময় কুমিল্লা-৪ (দেবীদ্বার) আসনে জামায়াত নেতা সাইফুল ইসলাম শহীদ (তিনি জামায়াতের মনোনীত প্রার্থী ছিলেন) উপস্থিত ছিলেন। তিনি সাংবাদিকদের জানান, জামায়াতের নেতৃত্বাধীন ১০ দলীয় জোটের সিদ্ধান্তের কারণে কেন্দ্রীয় জামায়াতের নির্দেশনায় তিনি (সাইফুল ইসলাম শহীদ) নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন এবং আনুষ্ঠানিকভাবে এনসিপির প্রার্থী হাসনাত আব্দুল্লাহকে সমর্থন দিয়েছেন।

মনোনয়নপত্র জমা দেওয়ার সময় আরও উপস্থিত ছিলেন দেবীদ্বার উপজেলা জামায়াতের আমীর অধ্যাপক শহীদুল ইসলাম, পৌর জামায়াতের আমীর ফেরদৌস আহমেদ, এনসিপির দেবীদ্বার উপজেলার প্রধান সমন্বয়ক মো. জাহাঙ্গীর আলম সরকারসহ শহীদ পরিবারের সদস্য এবং জোটের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

সূত্র: আরটিভি নিউজ
এনএন/ ৩০ ডিসেম্বর ২০২৫


Back to top button
🌐 Read in Your Language