জাতীয়

জামায়াতের সঙ্গে জোট প্রসঙ্গে যা বললেন এনসিপির যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন

ঢাকা, ২৭ ডিসেম্বর – জামায়াতে ইসলামীর সঙ্গে জোট করে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করতে যাচ্ছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। রোববার (২৮ ডিসেম্বর) এই জোটের ঘোষণা করা হবে।

শনিবার (২৭ ডিসেম্বর) রাতে এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন এ প্রতিবেদককে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ফাইনালি জামায়াতের সঙ্গে এনসিপি জোটে যাচ্ছে। আগামীকাল (রোববার) ঘোষণা দেওয়া হবে।

এদিকে এনসিপি থেকে পদত্যাগ করেছেন দল সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারা। তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের ঘোষণা দিয়েছেন।

সূত্র: জাগো নিউজ
এনএন/ ২৭ ডিসেম্বর ২০২৫


Back to top button
🌐 Read in Your Language