ব্যবসা

রমজানে খেজুর আমদানিতে ৪০ শতাংশ শুল্ক কমালো সরকার

ঢাকা, ২৪ ডিসেম্বর – পবিত্র রমজান মাসকে সামনে রেখে সরকার খেজুর আমদানিতে আমদানি শুল্ক ৪০ শতাংশ কমিয়েছে। এতে খেজুরের দাম সাধারণ মানুষের নাগালের মধ্যে রাখতে সাহায্য করবে বলে আশা করা হচ্ছে। বুধবার (২৪ ডিসেম্বর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।

সরকারের প্রজ্ঞাপনে বলা হয়েছে, খেজুর আমদানিতে কাস্টমস ডিউটি ২৫ শতাংশ থেকে কমিয়ে ১৫ শতাংশ করা হয়েছে। এই শুল্ক কমানো প্রযোজ্য থাকবে আগামী ৩১ মার্চ ২০২৬ পর্যন্ত।

তাছাড়া, গত বাজেটে খেজুরসহ সব ধরনের ফল আমদানিতে প্রযোজ্য অগ্রিম আয়কর হার ১০ শতাংশ থেকে কমিয়ে ৫ শতাংশ করা হয়েছে। গত বছর যেভাবে অগ্রিম আয়করে ৫০ শতাংশ ছাড় দেয়া হয়েছিল, সেটিও চলতি বছর বজায় থাকবে।

জাতীয় রাজস্ব বোর্ড আশা করছে, এই শুল্ক ও করের অব্যাহতি খেজুরের বাজারে সরবরাহ বাড়াবে এবং দাম স্বাভাবিক রাখবে, যা সাধারণ ভোক্তাদের ক্রয়ক্ষমতার মধ্যে থাকবে।

সূত্র: আরটিভি নিউজ
এনএন/ ২৪ ডিসেম্বর ২০২৫


Back to top button
🌐 Read in Your Language