শিক্ষা

শিক্ষার্থীদের আন্দোলনের মুখে রাবিতে আওয়ামীপন্থি ৬ ডিনের পদত্যাগ

রাজশাহী, ২১ ডিসেম্বর – দিনব্যাপী আন্দোলন, চেম্বারে তালা ও রেজিস্ট্রারকে অবরুদ্ধ করে রাখার মধ্যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছয় ডিন পদত্যাগ করেছেন।

রোববার (২১ ডিসেম্বর) রাতে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ইফতিখারুল আলম মাসুদ সাংবাদিকদের এ তথ্য জানান।

এর আগে, আওয়ামীপন্থী ছয় ডিনের পদত্যাগের দাবিতে দুপুর দেড়টার দিকে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার দপ্তরে তালা দেন একদল শিক্ষার্থী। পরে উপাচার্য ও উপ-উপাচার্যের কার্যালয় থেকে কর্মকর্তাদের বের করে দিয়ে ওই দপ্তরগুলোতেও তালা ঝুলিয়ে দেন তারা।

এ সময় উপ-উপাচার্যের সঙ্গে আন্দোলনরত শিক্ষার্থীদের তর্কাতর্কির ঘটনাও ঘটে। পরে বিকেল তিনটার দিকে প্রক্টরের অনুরোধে তালা খুলে রাকসু জিএস সালাহউদ্দিন আম্মারসহ আন্দোলনরত শিক্ষার্থীরা প্রশাসনের সঙ্গে আলোচনায় বসেন।

আলোচনা শেষে উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. মাঈন উদ্দীন ও অধ্যাপক ড. ফরিদ উদ্দিন খান জানান, শিক্ষার্থীদের দাবির বিষয়ে প্রশাসনের সিদ্ধান্ত প্রায় চূড়ান্ত। ডিনরা ইতোমধ্যে দায়িত্ব পালনে অপারগতা জানিয়ে চিঠি দিয়েছেন বলেও জানান তারা।

তবে আন্দোলনরত শিক্ষার্থীরা শুধু ডিনদের নয়, ফ্যাসিবাদের দোসর হিসেবে অভিযুক্ত অন্যান্য শিক্ষকদের বিরুদ্ধেও দ্রুত সিদ্ধান্ত নেওয়ার দাবি জানান।

সূত্র: আরটিভি নিউজ
এনএন/ ২১ ডিসেম্বর ২০২৫


Back to top button
🌐 Read in Your Language