জাতীয়

ওসমান হাদির অর্গান কাজ করছে, হাসপাতালে ভিড় না করার আহ্বান তাসনিম জারার

ঢাকা, ১৩ ডিসেম্বর – জাতীয় নাগরিক পার্টির (এনসিপির) যুগ্ম সদস্য সচিব ও ঢাকা-৯ আসনের প্রার্থী ডা. তাসনিম জারা বলেছেন, ওসমান হাদির অর্গান কাজ করছে। একটা অপারেশন হয়েছে। আশা করি আর অপারেশন করা লাগবে না। হাসপাতালের বোর্ড বিস্তারিত জানাবেন। উনি নিবিড় পর্যবেক্ষণে আছেন, অবস্থা সংকটাপন্ন।

শুক্রবার (১২ ডিসেম্বর) রাতে রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সামনে এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান তিনি।

কাউকে হাসপাতালে ভিড় না করার আহ্বানও জানান তাসনিম জারা।

তিনি বলেন, জুলাইয়ের যারা সম্মুখ সারিতে ছিলেন, তাদের হুমকি দেয়া হচ্ছে। আজকের ঘটনায় প্রশাসনকে দায়ভার নিতে হবে। এখনও কাউকে গ্রেপ্তার করা যায়নি। এটাও প্রশাসনের ব্যর্থতা। তাদেরকেই এর জবাবদিহিতা করতে হবে। আমাদের প্রতিনিয়ত হুমকি দিচ্ছে।

শুক্রবার দুপুরে রাজধানীর বিজয়নগর কালভার্টের কাছে অজ্ঞাত অস্ত্রধারীরা শরিফ ওসমান হাদিকে লক্ষ্য করে গুলি চালায়। ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে বিকেল পৌনে ৩টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয় এবং তাৎক্ষণিক অস্ত্রোপচার করা হয়।

পরে পরিবারের ইচ্ছায় তাকে স্থানান্তর করা হয় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে।

সূত্র: আরটিভি নিউজ
এনএন/ ১৩ ডিসেম্বর ২০২৫


Back to top button
🌐 Read in Your Language