জাতীয়

কেরানীগঞ্জে আগুন লাগা ভবন থেকে ৪২ জন উদ্ধার, নিয়ন্ত্রণে ১৪টি ইউনিট

ঢাকা, ১৩ ডিসেম্বর – ঢাকার কেরানীগঞ্জের বাবু বাজার এলাকায় ১২ তলা একটি ভবনে ভয়াবহ আগুন লেগেছে। চার ঘণ্টায়ও আগুন নিয়ন্ত্রণে আনতে না পেরে ফায়ার সার্ভিসের আরও নতুন দুই ইউনিট যোগ দিয়েছে। সব মিলিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ১৪টি ইউনিট। এছাড়া, ভবনে আটকে পড়াদের মধ্যে এ পর্যন্ত ৪২ জনকে উদ্ধার করা হয়েছে।

শনিবার (১৩ ডিসেম্বর) সকালে বিভিন্ন সিঁড়ি ব্যবহার করে তাদের নিরাপদে নিচে নামিয়ে আনেন ফায়ার সার্ভিসের সদস্যরা।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মিডিয়া কর্মকর্তা আনোয়ারুল ইসলাম জানান, আগুন নিয়ন্ত্রণে অতিরিক্ত আরও দুটি ইউনিট যোগ করা হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত মোট ১৪টি ইউনিট আগুন নির্বাপনে কাজ করছে।

তিনি আরও জানান, ভোর ৫টা ৩৭ মিনিটে আগুনের খবর পাওয়া যায়। ৫টা ৪৫ মিনিটে ফায়ার সার্ভিসের প্রথম ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। এরপর একে একে কেরানীগঞ্জ, সদরঘাট ও সিদ্দিক বাজার ফায়ার স্টেশন থেকে মোট ১২টি ইউনিট আগুন নেভাতে অংশ নেয়। পরে আরও দুটি ইউনিট এসে যোগ দিয়েছে।

ফায়ার সার্ভিস জানায়, আগুন লাগার কারণ ও ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সর্বোচ্চ চেষ্টা চালাচ্ছেন ফায়ার সার্ভিস সদস্যরা। তবে, হতাহতের কোনও খবর এখন পর্যন্ত পাওয়া যায়নি।

সূত্র: আরটিভি নিউজ
এনএন/ ১৩ ডিসেম্বর ২০২৫


Back to top button
🌐 Read in Your Language