জাতীয়

এখন বসে থাকার সময় নেই, ‘যুদ্ধে’ নেমে পড়তে হবে

ঢাকা, ১০ ডিসেম্বর – বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, জাতীয় নির্বাচনে ‘ধানের শীষ বিজয়ী হলে দেশ রক্ষা পাবে’। কাজেই এখন বসে থাকার সময় নেই, ‘যুদ্ধে’ নেমে পড়তে হবে । ধানের শীষকে জেতানোর মাধ্যমে দেশকে রক্ষা করতে হবে। প্রথম বাংলাদেশ, আমার শেষ বাংলাদেশ এবং সবার আগে বাংলাদেশ। ‘নো কমপ্রোমাইজ’।

বুধবার (১০ ডিসেম্বর) বিকালে বিএনপি আয়োজিত ‘দেশ গড়ার পরিকল্পনা’ শীর্ষক আলোচনা সভায় লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে এসব কথা বলেন তিনি।

তারেক রহমান বলেন, ধানের শীষকে জেতাতে হবে, এর কোনো বিকল্প নাই। ধানের শীষকে জেতানোর মাধ্যমে জনগণের যে পরিকল্পনা, জনগণের পক্ষের যে পরিকল্পনা সেটিকে বাস্তবায়ন করতে হবে, এর কোনো বিকল্প নাই।

দলের পরিকল্পনা তুলে ধরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, আর কোনো রাজনৈতিক দল এরকম পরিকল্পনা দিতে পারেনি। তারা দেশের মানুষকে কোনো পরিকল্পনা দিতে পারেনি যে, দেশকে তারা কীভাবে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে। একমাত্র আপনার দল বিএনপি এই ‘প্ল্যান’ দিয়েছে। কাজেই এখন আপনার বসে থাকার সময় নেই। আপনাকে যুদ্ধে নেমে পড়তে হবে। কি যুদ্ধ? মানুষের পক্ষে, মানুষের জন্য, দেশের পক্ষে, মানুষের জন্য। কারণ আমাদের কাছে প্রথম বাংলাদেশ আমার, শেষ বাংলাদেশ আমার। আমাদের কাছে সবার আগে বাংলাদেশ। এই যুদ্ধে ঝাঁপিয়ে পড়তে হবে আমাদের।

তিনি বলেন, দেশ গড়ার পরিকল্পনা শুধু পরিকল্পনার মধ্যে রাখলে হবে না। বাংলাদেশে বহু পরিকল্পনা হয়েছে সেই পরিকল্পনা পরিকল্পনাতেই রয়ে গেছে। আমরা আমাদের পরিকল্পনাকে বাস্তবায়ন করতে চাই। জনগণকে সাথে নিয়ে যেমন আমরা আন্দোলন করেছি, জনগণকে সাথে নিয়ে আমরা এই পরিকল্পনা বাস্তবায়ন করতে চাই। আমরা এই কাজটা শুরু করব, পরবর্তী ‘জেনারেল’ সেটা কনটিনিউ করবে। এটার শেষ নাই।

দলে পরিকল্পনা ঘরে ঘরে গিয়ে জনগণের কাছে পৌঁছে দিতে হবে এমন নির্দেশনা দিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, দলের পরিকল্পনা মানুষের সামনে নিয়ে যেতে হবে, জনগণকে বোঝাতে হবে, এই কঠিন কাজটি করতে হবে। এর কোনো বিকল্প নাই।

অন্যথা এই দেশ ও জাতি ধ্বংস হয়ে যাবে মন্তব্য করে তিনি বলেন, আমরা যদি সজাগ না হই, আমরা যদি এই যুদ্ধে মাঠে নেমে না পড়ি, এই দেশ ধ্বংস হয়ে যাবে।

‘ফ্যামিলি কার্ড’, ‘স্বাস্থ্য কার্ড’, ‘ফার্মার্স কার্ড’, পরিবেশ রক্ষা, বেকার সমস্যার সমাধান, শিক্ষার উন্নয়ন প্রভৃতি বিষয়ে দলের অগ্রাধিকার পরিকল্পনাগুলো কীভাবে বাস্তবায়ন করা হবে তার রূপরেখা যুবদল ও কৃষক দলের নেতাদের সামনে তুলে ধরেন বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান।

সূত্র: বাংলাদেশ জার্নাল
এনএন/ ১০ ডিসেম্বর ২০২৫


Back to top button
🌐 Read in Your Language