চাঁদপুর

চাঁদপুরে ছাত্র আন্দোলনে হামলার মামলায় যুবলীগ নেতা গ্রেপ্তার

চাঁদপুর, ০৬ ডিসেম্বর – চাঁদপুরে ২০২৪ সালে ছাত্র-জনতার আন্দোলনে হামলার ঘটনায় দায়ের করা মামলায় সাবেক ওয়ার্ড যুবলীগ নেতা মো. জসিম উদ্দিনকে (৫০) গ্রেপ্তার করা হয়েছে।

শুক্রবার (৫ ডিসেম্বর) বিকেলে চাঁদপুর সদর মডেল থানা পুলিশ তাকে আদালতে সোপর্দ করে। এর আগে বৃহস্পতিবার দিনগত রাতে তাকে শহরের বাবুরহাট বাজার এলাকা থেকে গ্রেপ্তার করে পুলিশ।

জসিম সদর উপজেলার আশিকাটি ইউনিয়নের পশ্চিম হোসেনপুর গ্রামের মৃত সরাফত আলীর ছেলে। তিনি ২ নম্বর ওয়ার্ড যুবলীগের সাবেক তিনবারের সভাপতি ও কার্যক্রম নিষিদ্ধ ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য।

চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাহার মিয়া বলেন, জসিম উদ্দিন ২০২৪ সালে ছাত্র-জনতার আন্দোলনের সময় তার দলীয় লোকজন নিয়ে ছাত্র-জনতার ওপর হামলা চালায়। এ ঘটনায় মামলায় তাকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করা হয়েছে। আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। তার বিষয়ে অধিকতর তদন্ত করা হবে।

সূত্র: ঢাকা পোস্ট
এনএন/ ০৬ ডিসেম্বর ২০২৫


Back to top button
🌐 Read in Your Language