ফুটবল

বাইসাইকেল কিকে ৪০ বছর বয়সী রোনালদোর চোখধাঁধানো গোল

লিসবন, ২৪ নভেম্বর – ক্রিশ্চিয়ানো রোনালদো যেভাবে ফিটনেস নিয়ে কাজ করেন, তা অনেকের কাছে ঈর্ষণীয়। সঠিক খাদ্যাভ্যাস, নিয়মিত শরীরচর্চা ও অনুশীলন তাকে ৪০ বছর বয়সেও তরুণ বানিয়ে রেখেছে। গতকাল (রোববার) সৌদি প্রো লিগে আল-খালিজের বিপক্ষে আল-নাসরের জার্সিতে যে চিত্তাকর্ষক গোল করলেন, তা দেখে মনে হবে কোনো তরুণ খেলোয়াড় যেন জাল কাঁপালেন। ম্যাচটিও আল-নাসর জিতেছে ৪-১ গোলে।

বক্সের বাইরে ডানপ্রান্ত থেকে নাওয়াফ বওশালের চমৎকার ক্রস। রোনালদো বক্সের বাইরে থেকে দৌড়ে এসে গোলপোস্ট পেছনে রেখে বলের মুখোমুখি হলেন। বাতাসে ভাসতে থাকা বলকে নিচে নামতে না দিয়ে নিজেই মারলেন শূন্যে। অবিশ্বাস্য এক ঝাঁপ। গোটা শরীরকে ভাসিয়ে দিয়ে সেই অবস্থায় সজোরে কিক। ফুটবল ব্যাকরণে যার নাম ‘ওভারহেড’ কিংবা ‘বাইসাইকেল কিক’। এমন ঝুঁকিপূর্ণ শটে গোল হতেও পারে নাও পারে। কিন্তু রোনালদো এমন নিখুঁতভাবে শট নিলেন, গোলকিপারের হাত ছুঁয়ে বল জড়িয়ে গেল জালে। আল-নাসরের হয়ে সম্ভবত জীবনের অন্যতম সেরা গোলটি করে ফেললেন রোনালদো।

স্টপেজ টাইমে সিআরসেভেনের করা এই গোল নিয়ে গেল সাত বছর পেছনে। ২০১৮ সালের এপ্রিলে জুভেন্টাসের বিপক্ষে চ্যাম্পিয়নস লিগ নকআউট ম্যাচে একই কায়দায় গোল করেছিলেন রোনালদো। সাত বছর পর তিনি একই রূপে গোল করে জানিয়ে দিলেন, এখনো দেওয়ার মতো অনেক কিছু বাকি আছে। পর্তুগালের হয়ে আগের ম্যাচে লাল কার্ড দেখে হতাশ হয়েছিলেন রোনালদো। তবে দল বিশ্বকাপে ওঠার কারণে এবার যেন আরো উজ্জীবিত তিনি। নিজের ষষ্ঠ বিশ্বকাপে পাঁচবারের ব্যালন ডি’অর জয়ী অধরা ট্রফিটা ছুঁয়ে দেখতে চান।

তার আগে রোনালদো আল-নাসরের সঙ্গে ট্রফি খরা ঘুচাতে চান। সেই লক্ষ্যে ভালোভাবে টিকে আছে দল। প্রো লিগে প্রথম ৯ ম্যাচের সবগুলো জিতে ২৭ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে আল-নাসর।

সূত্র: ঢাকা পোস্ট
এনএন/ ২৪ নভেম্বর ২০২৫


Back to top button
🌐 Read in Your Language