জাতীয়

রাজধানীতে আওয়ামী লীগের একাধিক ঝটিকা মিছিলে অংশ নেওয়া নেতা গ্রেপ্তার

ঢাকা, ০৩ নভেম্বর – ডিএমপির সিটি ইন্টেলিজেন্স অ্যানালাইসিস ডিভিশনের অভিযানে নোয়াখালীর কবিরহাট উপজেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক আবু জাহের দুলালকে গ্রেপ্তার করা হয়েছে।

সোমবার (৩ নভেম্বর) সকাল ১১টায় এ তথ্য জানিয়েছেন ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান।

এর আগে রোববার রাজধানীর নবাবপুর এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করা হয়।

মুহাম্মদ তালেবুর রহমান বলেন, গ্রেপ্তার আবু জাহের দুলাল গত কয়েক মাসে ঢাকার বিভিন্ন স্থানে আওয়ামী লীগের একাধিক ঝটিকা মিছিলে অংশগ্রহণ করেছেন। এর মধ্যে (৩১ অক্টোবর) জাতীয় সংসদ ভবন এলাকা, (২৮ অক্টোবর) মোহাম্মদপুর এলাকা, (২২ অক্টোবর) মিরপুর-১ কমার্স কলেজের সামনে, (১২ সেপ্টেম্বর) বাংলামোটর এলাকা, (০৯ সেপ্টেম্বর) শের-ই-বাংলা নগর এলাকা (শ্যামলী কলেজ গেইট এলাকা)। উল্লিখিত মিছিলগুলোর ভিডিও তিনি তার নিজস্ব ভেরিফাইড ফেসবুক পেজে প্রচার করেন।

গ্রেপ্তার দুলালের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

সূত্র: ঢাকা পোস্ট
এনএন/ ০৩ নভেম্বর ২০২৫


Back to top button
🌐 Read in Your Language