চট্টগ্রাম

পুলিশের ওপর হামলা ও সরকারি কাজে বাধা, সাবেক শিবির নেতা গ্রেফতার

চট্টগ্রাম, ২৩ অক্টোবর – চট্টগ্রামের হাটহাজারী মডেল থানায় ঢুকে পুলিশের ওপর হামলা ও সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে হাটহাজারী কলেজ শাখা শিবিরের সাবেক সভাপতি মো. রায়হানকে (২৬) গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার (২২ অক্টোবর) বিকেলে হাটহাজারী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনজুর কাদের ভুঁইয়া বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, আটক শিবির নেতা মো. রায়হান হাটহাজারী কলেজ শাখা শিবিরের সাবেক সভাপতি। তিনি হাটহাজারী পৌরসভার ৬নম্বর ওয়ার্ডের ফটিকা গ্রামের হাদী চৌধুরী বাড়ির মো. আবুল কালামের ছেলে।

হাটহাজারী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মনজুর কাদের ভূঁইয়া জানান, মঙ্গলবার (২১ অক্টোবর) আলীপুর স্কুলের ছাত্র হত্যার ঘটনায় জড়িত দুইজনের ছবি ও ভিডিও ধারণের সময় পুলিশ বাধা দেয়। এসময় মো. রায়হান পুলিশের ওপর হামলা ও সরকারি কাজে বাধা দিলে তাকে আটক করা হয়।

তিনি বলেন, গত ১৫ অক্টোবর চাকসু নির্বাচনের সময় পুলিশের গাড়িতে ইট নিক্ষেপের ঘটনায় তার নামে মামলা রয়েছে।গতকালকের ঘটনায়ও তার নামে মামলা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতে সোপর্দ করা হবে।

জানতে চাইলে বাংলাদেশ জামায়াতে ইসলামী হাটহাজারী উপজেলা শাখার ভারপ্রাপ্ত আমির অধ্যাপক শোয়াইব চৌধুরী জানান, কোনো এক সময় সে কলেজ শাখা শিবিরের সভাপতি ছিলেন। তবে বর্তমানে তার জামায়াতে কোনো পদ নেই।

সূত্র: জাগো নিউজ
এনএন/ ২৩ অক্টোবর ২০২৫


Back to top button
🌐 Read in Your Language