জাতীয়

অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচনের লক্ষ্যে তিন বাহিনী প্রধানের সঙ্গে বৈঠকে বসছে ইসি

ঢাকা, ১৯ অক্টোবর – আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে তিন বাহিনীর প্রধানের সঙ্গে বৈঠকে বসতে যাচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠানের লক্ষ্যে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে এ বৈঠক করা হবে। নির্বাচন কমিশনের সভাকক্ষে সোমবার (২০ অক্টোবর) এ সভা হবে।

ইসির সংশ্লিষ্ট শাখার কর্মকর্তারা জানান, আগামীকালের (সোমবার) সভায় সেনাবাহিনী প্রধান, নৌবাহিনী প্রধান, বিমানবাহিনী প্রধান, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব, সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার, মহাপুলিশ পরিদর্শক, বর্ডার গার্ড বাংলাদেশ/কোস্টগার্ড/আনসার ও ভিডিপি/ডিজিএফআই/এনএসআই/এনটিএমসি/র‍্যাব-এর মহাপরিচালক এবং স্পেশাল ব্রাঞ্চ (এসবি)/সিআইডি অতিরিক্ত মহাপুলিশ পরিদর্শক উপস্থিত থাকবেন।

আসন্ন সংসদ নির্বাচন উপলক্ষ্যে আইনশৃঙ্খলা বিষয়ক প্রাক প্রস্তুতিমূলক সভার কার্যপত্রে বলা হয়, দ্বাদশ সংসদ নির্বাচনে আসন ছিল ৩০০টি, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনেও ৩০০টি আসন থাকছে। দ্বাদশ সংসদ নির্বাচনে পুরুষ ভোটার ছিল ৬ কোটি ১১ লাখ ৬২ হাজার, আগামী সংসদ নির্বাচনে ৬ কোটি ৩৯ লাখ ২৮ হাজার ৮০৯ জন। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মহিলা ভোটার ছিল ৫ কোটি ৮৮ লাখ ৩৪ হাজার ১০৩ জন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে হবে ৬ কোটি ২৩ লাখ ৬ হাজার ১৭৭ জন। এ ছাড়া দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে হিজড়া ভোটার ছিল ৮৫১ জন, যা বেড়ে দাঁড়াচ্ছে ১ হাজার ১৮৫ জনে। নারী, পুরুষ ও হিজড়া মিলে আসন্ন সংসদ নির্বাচনে মোট ভোটার সংখ্যা দাঁড়িয়েছে ১২ কোটি ৬২ লাখ ৩৬ হাজার ১৭১ জন, যা দ্বাদশ সংসদ নির্বাচনে ছিল ১১ কোটি ৯৭ লাখ ৬০ হাজার ৭৯০ জন।

ইসি জানায়, এই সাড়ে ১২ কোটির বেশি ভোটার ৪২ হাজার ৬১৮টি ভোটকেন্দ্রে ভোটাধিকার প্রয়োগ করবেন, গত সংসদ নির্বাচনে যেখানে ভোটকেন্দ্র ছিল ৪২ হাজার ১৪৮টি। সেইসঙ্গে আসন্ন নির্বাচনে ভোটকেন্দ্রগুলোতে মোট ভোটকক্ষ থাকবে ২ লাখ ৪৪ হাজার ৪৬টি, গত নির্বাচনে যা ছিল ২ লাখ ৬১ হাজার ৫৬৪টি। অর্থাৎ আগামী সংসদ নির্বাচনে ভোটকেন্দ্র বাড়লেও কমেছে ভোটকক্ষ।

সংস্থাটি আরও জানায়, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রিটার্নিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করবেন ৬৬ জন। গত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ২ জন বিভাগীয় কমিশনার ও ৬৪ জন জেলা প্রশাসক রিটার্নিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করেছেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য কমিশন এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে। এ ছাড়া দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সহকারী রিটার্নিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করেছেন ৫৯২ জন। এর মধ্যে উপজেলা নির্বাহী অফিসার ৪৯৫ জন, স্থানীয় সরকারের উপ-পরিচালক ১৪ জন, অতিরিক্ত জেলা প্রশাসক ৮ জন, জোনাল এক্সিকিউটিভ অফিসার ১১ জন, উপজেলা নির্বাচন অফিসার ৫৬ জন এবং অন্যান্য ৮ জন দায়িত্ব পালন করেছেন। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সহকারী রিটার্নিং অফিসার নিয়োগের বিষয়েও কমিশন চূড়ান্ত সিদ্ধান্ত নেবে বলে জানিয়েছে ইসি।

ইসির সংশ্লিষ্ট শাখার এক কর্মকর্তা বলেন, আইনশৃঙ্খলা বাহিনীর এ সভায় সুস্পষ্ট ১৩টি বিষয়ের ওপর আলোচনা করা হবে।

এরমধ্যে উল্লেখযোগ্য বিষয়গুলো হলো–

ভোটকেন্দ্রের নিরাপত্তা ও পরিবেশ : ভোটগ্রহণ কর্মকর্তা, ভোটকেন্দ্রের নিরাপত্তা ও নির্বাচনী এলাকায় শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার জন্য সুনির্দিষ্ট কর্মপরিকল্পনা তৈরি করা।

সমন্বয় ও সুসংহতকরণ : আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থাগুলোর কার্যক্রমে সমন্বয় ও সুসংহতকরণ নিশ্চিত করা।

সংখ্যালঘুদের নিরাপত্তা : সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা ও নির্বাচনের সময় সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করা।

অবৈধ অস্ত্রের ব্যবহার রোধ : অবৈধ অস্ত্র ব্যবহার কঠোরভাবে নিয়ন্ত্রণ ও দমন করা।

সাইবার নিরাপত্তা : এআই প্রযুক্তি ব্যবহার করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভুল ও মিথ্যা তথ্যের প্রচারণা রোধে কার্যকরী কৌশল নির্ধারণ করা।

বিদেশি সাংবাদিক ও পর্যবেক্ষক : নির্বাচনে আগত বিদেশি সাংবাদিক ও প্রাক পর্যবেক্ষকদের জন্য বিশেষ নিরাপত্তা সহযোগিতা প্রদান।

মোতায়েন পরিকল্পনা : নির্বাচনকালীন আইনশৃঙ্খলা রক্ষার্থে সশস্ত্র বাহিনীর সদস্যদের মোতায়েন পরিকল্পনা চূড়ান্ত করা।

দুর্গম এলাকায় সহায়তা : পার্বত্য ও দুর্গম এলাকায় নির্বাচনী দ্রব্যাদি পরিবহন এবং ভোটগ্রহণ কর্মকর্তাদের জন্য হেলিকপ্টার সহায়তা প্রদান নিশ্চিত করা।

ড্রোন নিষিদ্ধকরণ : নির্বাচনের সময় ড্রোন ক্যামেরা ব্যবহার নিষিদ্ধকরণের সিদ্ধান্ত গ্রহণ।

ভোটার ও ভোটকেন্দ্রের তুলনামূলক তথ্য : সভায় দ্বাদশ ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের বিভিন্ন গুরত্বপূর্ণ তথ্যাবলীর একটি তুলনামূলক পর্যালোচনা তুলে ধরা হবে। বিশেষ করে আসন্ন নির্বাচনে ভোটার সংখ্যা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাচ্ছে তা নিয়েও আলোচনা করা হবে।

সূত্র: ঢাকা পোস্ট
এনএন/ ১৯ অক্টোবর ২০২৫


Back to top button
🌐 Read in Your Language