জুলাই সনদের আইনগত ভিত্তি না দিয়ে কারও এক্সিট নেই

শেরপুর, ১৪ অক্টোবর – এনসিপির মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম বলেছেন, জুলাই সনদের আইনগত ভিত্তি না দিয়ে কারও এক্সিট নেই। এই সনদ বাস্তবায়ন করা বর্তমান সরকারের সবচেয়ে বড় দায়িত্ব।
সোমবার (১৩ অক্টোবর) রাত আটটায় শেরপুর শহরের একটি কমিউনিটি সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।
সারজিস আলম বলেন, ‘যারা অভ্যুত্থান ধারণ করে সংস্কারের জন্য কাজ করবে, বিচারিক প্রক্রিয়াকে অব্যাহত রাখবে এবং বাংলাদেশের পরিবর্তনের জন্য কাজ করবে, আমরা তাদের সঙ্গে ইলেকটোরাল আলায়েন্স (নির্বাচনী জোট) যেতে পারি।’ তবে তিনি স্পষ্ট করেন, এনসিপি অন্য কোনো দলের প্রতীক বা নামে নয়, নিজস্ব শাপলা প্রতীকেই নির্বাচনে অংশ নেবে।
শাপলা প্রতীক না পেলে দলের অবস্থান কী হবে, জানতে চাইলে সারজিস আলম বলেন, ‘প্রতীক, সংবিধান ও নির্বাচন-সংশ্লিষ্ট বিশেষজ্ঞদের সঙ্গে কথা বলেছি। তাঁরা কেউই এনসিপির শাপলা প্রতীক পাওয়ায় কোনো আইনগত বাধা দেখেননি। তাই আমরা বিশ্বাস করি, নির্বাচন কমিশনের মতো একটি স্বাধীন প্রতিষ্ঠান কোনো রাজনৈতিক দলের সঙ্গে স্বেচ্ছাচারিতা করবে না। আগামী নির্বাচনে আমরা শাপলা প্রতীক নিয়েই অংশ নেব।’
এর আগে শেরপুর জেলা ও উপজেলার এনসিপির সমন্বয় কমিটির নেতাদের সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন এনসিপির শেরপুর জেলা প্রধান সমন্বয়ক মো. লিখন মিয়া। উপস্থিত ছিলেন ময়মনসিংহ বিভাগের সাংগঠনিক সম্পাদক আশিকিন আলমসহ বিভিন্ন উপজেলা কমিটির নেতারা।
সূত্র: বাংলাদেশ জার্নাল
এনএন/ ১৪ অক্টোবর ২০২৫









