জাতীয়

সন্ত্রাসবিরোধী আইনের মামলায় কারাগারে নিষিদ্ধ আ. লীগ নেতা আহসান হাবিব

ঢাকা, ০৫ অক্টোবর – রাজধানীর গুলশান থানার সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেপ্তার হওয়া কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কেন্দ্রীয় উপ-কমিটির সহ-সম্পাদক ব্যারিস্টার আহসান হাবিব ভূঁইয়াকে কারাগারে পাঠানো হয়েছে।

শনিবার (৪ অক্টোবর) পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ইসরাত জেনিফার জেরিন এ আদেশ দেন।

আদালতে গুলশান থানার সাধারণ নিবন্ধন শাখার কর্মকর্তা পুলিশের উপ-পরিদর্শক মোক্তার হোসেন বলেন, তদন্ত কর্মকর্তা গুলশান থানার উপ-পরিদর্শক আব্দুস সালাম তাকে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন। আসামির আইনজীবী জামিন আবেদন করে আজ (রোববার) শুনানির জন্য প্রার্থনা করেন। এরপর আদালত আসামিকে কারাগারে পাঠিয়ে জামিন বিষয়ে শুনানির জন্য ধার্য করেন।

মামলার অভিযোগে বলা হয়, গত ১২ সেপ্টেম্বর দুপুরে গুলশানের ফজলে রাব্বী পার্কের পাশে ‘নিষিদ্ধঘোষিত’ সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা ব্যানার হাতে সরকারের বিরুদ্ধে উসকানিমূলক স্লোগান দেন। সেসময় তারা গাড়ি ভাঙচুরের চেষ্টা করে জনমনে ভীতির সঞ্চার করেন। পুলিশের উপস্থিতি টের পেয়ে তারা পালানোর চেষ্টা করলে পাঁচজন ধরা পড়েন।

তাদের মোবাইল ফোন জব্দ করা হয়। তাতে মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ, টেলিগ্রাম গ্রুপে আসামিরা রাষ্ট্রকে ‘অস্থিতিশীল ও রাষ্ট্রের অবকাঠামোকে ধ্বংস করতে’ প্রচার-প্রচারণা চালাচ্ছে বলে পুলিশ দেখতে পেয়েছে।

মিছিলের ঘটনায় গত ১৩ সেপ্টেম্বর গুলশান থানার উপ-পরিদর্শক মাহাবুব হোসাইন সন্ত্রাস বিরোধী আইনে মামলা করেন। এ মামলায় গ্রেপ্তার করে আদালতে তোলা হয় আহসান হাবিবকে।

সূত্র: ঢাকা পোস্ট
এনএন/ ০৫ অক্টোবর ২০২৫


Back to top button
🌐 Read in Your Language