মধ্যপ্রাচ্য

আজ সকাল থেকে বিকেলের মধ্যে ৫১ ফিলিস্তিনিকে হত্যা করলো দখলদার ইসরায়েল

জেরুজালেম, ০৩ অক্টোবর – ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় হত্যাযজ্ঞ অব্যাহত রেখেছে দখলদার ইসরায়েল। আজ শুক্রবার (৩ অক্টোবর) সকাল থেকে বিকেলের মধ্যে আরও ৫১ ফিলিস্তিনিকে হত্যা করেছে দখলদাররা। যারমধ্যে ৩৪ জনই গাজা সিটির বাসিন্দা ছিলেন।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের একটি সূত্র সংবাদমাধ্যম আলজাজিরাকে এ তথ্য জানিয়েছেন।

নিজের আরোপিত শর্তের যুদ্ধবিরতি চুক্তি মানতে ট্রাম্পের আল্টিমেটাম

আগামী রোববারের মধ্যে নিজের ঘোষিত ২০ দফা যুদ্ধবিরতির চুক্তি মেনে নিতে ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাসকে আল্টিমেটাম দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নয়ত হামাসের ওপর নরক নেমে আসবে বলে হুমকি দিয়েছেন তিনি। এছাড়া গাজার মানুষকে নিরাপদস্থানে সরে যেতে বলেছেন ট্রাম্প। কিন্তু তারা কোন নিরাপদ স্থানে যাবে সেটি উল্লেখ করেননি তিনি।

শুক্রবার সামাজিকমাধ্যম ট্রুথ সোশ্যালে এ হুমকি দেন মার্কিন প্রেসিডেন্ট। গত সোমবার দখলদার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুকে নিয়ে ২০ দফার প্রস্তাব ঘোষণা করেন ট্রাম্প। সেখানে হামাসকে ৭২ ঘণ্টার মধ্যে সব জিম্মিকে মুক্তি দেওয়ার শর্ত দিয়েছেন তিনি। সঙ্গে হামাসকে সব অস্ত্র সমর্পণ করতে হবে বলেও জানিয়েছেন ট্রাম্প।

তবে ট্রাম্পের এ প্রস্তাব প্রত্যাখানের ইঙ্গিত দিয়েছেন হামাসের সশস্ত্র শাখার প্রধান ইজ আল-দ্বীন হাদ্দাদ । কিন্তু কাতারে হামাসের যেসব নেতা আছেন তারা চুক্তিটি শর্তসাপেক্ষে মানার ব্যাপারে আগ্রহ দেখাচ্ছেন।

সূত্র: ঢাকা পোস্ট
এনএন/ ০৩ অক্টোবর ২০২৫


Back to top button
🌐 Read in Your Language