অপরাধ

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৭৫৮০ পিস ইয়াবাসহ মা-মেয়ে গ্রেপ্তার

ঢাকা, ২৪ সেপ্টেম্বর – রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৭ হাজার ৫৮০ পিস ইয়াবাসহ রোজিনা (৪০) ও ফাহমিদা ইয়াসমিন (২০) নামে দুই বিমানযাত্রীকে গ্রেপ্তার করেছে এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়ন।

মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) বিষয়টি নিশ্চিত করেন এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়নের অপারেশনাল কমান্ডার পুলিশ সুপার মোজাম্মেল হক।

তিনি বলেন, মঙ্গলবার সন্ধ্যায়  বাংলাদেশ এয়ারলাইন্সের অভ্যন্তরীণ বিএস-১৪৬ ফ্লাইটযোগে কক্সবাজার থেকে ঢাকায় ইয়াবা বহনকালে গোপন সংবাদের ভিত্তিতে দুই নারীকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের অভ্যন্তরীণ টার্মিনাল থেকে জিজ্ঞাসাবাদের জন্য এএপি অফিসে নিয়ে আসা হয়। পরে জানা যায় দুই নারী বিশেষ কায়দায় তাদের সঙ্গে থাকা দুটি ট্রলি ব্যাগের হাতলের স্টিলের ভেতরে এবং নিজেদের দেহে ইয়াবা বহন করছে।

পরবর্তীতে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে তাদের সঙ্গে থাকা দুটি ট্রলি ব্যাগ তল্লাশি করে ট্রলি ব্যাগের হাতলের স্টিলের ভেতরে ৫ হাজার ৮০০ পিস এবং তাদের দেহ তল্লাশি করে সালোয়ারের মধ্যে বিশেষ কায়দায় রাখা ১ হাজার ৭৮০ পিস ইয়াবা পাওয়া যায়। পরে তাদের বিরুদ্ধে বিমানবন্দর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে বলেও জানান তিনি।

সূত্র: আরটিভি নিউজ
এনএন/ ২৪ সেপ্টেম্বর ২০২৫


Back to top button
🌐 Read in Your Language