চট্টগ্রাম

ভারতে পালানোর সময় সাবেক এমপি ফজলে করিম চৌধুরীর ব্যক্তিগত সহকারী গ্রেপ্তার

চট্টগ্রাম, ১৮ সেপ্টেম্বর – ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে ভারতে পালানোর সময় চট্টগ্রামের রাউজানের সাবেক এমপি এ বি এম ফজলে করিম চৌধুরীর ব্যক্তিগত সহকারী ইরফান আহমেদকে (৫২) গ্রেপ্তার করেছে ইমিগ্রেশন পুলিশ।

বুধবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে তাকে আটকের পর আখাউড়া থানা পুলিশে হস্তান্তর করা হয়েছে। গ্রেপ্তার ইরফান আহমেদ চট্টগ্রামের রাউজান উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি পদেও রয়েছেন।

আখাউড়া ইমিগ্রেশন পুলিশের ইনচার্জ পরিদর্শক আব্দুস সাত্তার বলেন, ভারতে যাওয়ার সময় ইরফান আহমেদ চৌধুরী নামে একজনকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে ভাঙচুর, লুটসহ বিভিন্ন অভিযোগে একাধিক মামলা রয়েছে।

তিনি আরও বলেন, আমরা চট্টগ্রামের রাউজান থানার ওসির সঙ্গে যোগাযোগ করেছি, তিনি মামলার বিষয় নিশ্চিত করেছেন। তাকে আখাউড়া থানায় হস্তান্তর করা হয়েছে।

উল্লেখ্য, ২০২৪ সালের ১২ সেপ্টেম্বর আখাউড়া অবৈধ সীমান্তপথে ভারতে পালানোর সময় বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) হাতে আটক হন চট্টগ্রাম-৬ আসনের রাউজান এলাকার সাবেক এমপি ফজলে করিম চৌধুরী। তিনি কারাগারে রয়েছেন।

সূত্র: ঢাকা পোস্ট
এনএন/ ১৮ সেপ্টেম্বর ২০২৫


Back to top button
🌐 Read in Your Language