জাতীয়

চূড়ান্ত বিজয়ের জন্য লড়াই করে যাওয়ার আহ্বান জানালেন রাশেদ খাঁন

ঢাকা, ০৫ সেপ্টেম্বর – জুলাই অভ্যুত্থানের মাধ্যমে আওয়ামী সরকারের পতন ঘটলেও চূড়ান্ত বিজয়ের জন্য এখনও লড়াই করে যাওয়ার আহ্বান জানিয়েছেন গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খাঁন।

শুক্রবার (৫ সেপ্টেম্বর) নিজের ফেসবুক প্রোফাইলে দেওয়া এক পোস্টে জুলাই অভ্যুত্থানের পক্ষের শক্তিগুলোর প্রতি এ আহ্বান জানান তিনি।

রাশেদ খাঁন তার পোস্টে লিখেন, গণ-অভ্যুত্থানের মাধ্যমে কোনো সরকারের পতনের পর ‘বিজয়’ উদযাপন তখনই করা যায়, যখন সেই সরকারের তৈরি ফ্যাসিবাদী কাঠামো পুরোপুরি বিনাশ করা সম্ভব হয়। আমরা অনেকেই মনে করছি আমরা পুরোপুরি বিজয়ী হয়েছি, কিন্তু না– আমরা এখনো চূড়ান্ত বিজয়ের জন্য লড়ছি।

এরপর বিপ্লবী শক্তিকে সতর্ক করে তিনি লেখেন, এই লড়াইয়ে যদি আমরা একতাবদ্ধ না থাকি, আর নিজেদের মধ্যে অন্তর্দ্বন্দ্ব তৈরি করি, তবে আমরা চূড়ান্ত বিজয় থেকে ছিটকে পড়ব। তাই গণ-অভ্যুত্থান শক্তির মধ্যে সর্বাত্মক ঐক্য অপরিহার্য।

গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক লিখেন, গণ-অভ্যুত্থানের মাধ্যমে আওয়ামী সরকারের পতন ঘটলেও প্রতিঅভ্যুত্থানের মাধ্যমে তারা আবারও ক্ষমতায় ফেরার চেষ্টা করতে পারে।

রাশেদ খাঁন আরও লেখেন, আমাদের কেউ যদি লক্ষ্যচ্যুত হয়, তবে বাকিদের দায়িত্ব হবে তাকে চূড়ান্ত বিজয়ের পথে আহ্বান করা, ঐক্যবদ্ধ রাখা। মনে রাখতে হবে– চূড়ান্ত বিজয় ছাড়া আপনি, আমি কেউই নিরাপদ নই।

সূত্র: আরটিভি নিউজ
এনএন/ ০৫ সেপ্টেম্বর ২০২৫


Back to top button
🌐 Read in Your Language