মানবতাবিরোধী অপরাধের মামলায় রাজসাক্ষী মামুনের জেরা আজ

ঢাকা, ০৪ সেপ্টেম্বর – জুলাই-আগস্ট আন্দোলনে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের বিরুদ্ধে সাক্ষ্য দেওয়া সাবেক আইজিপি ও রাজসাক্ষী চৌধুরী আবদুল্লাহ আল-মামুনের অবশিষ্ট জেরা অনুষ্ঠিত হবে আজ বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর)।
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর বিচারিক প্যানেলে আসামিপক্ষের আইনজীবীরা তার জেরা করবেন।
এর আগে গত ২ সেপ্টেম্বর আদালতে জবানবন্দি দিয়ে রাজসাক্ষীতে পরিণত হন সাবেক আইজিপি মামুন। তিনি আওয়ামী লীগ সরকারের সময় পুলিশে রাজনৈতিক প্রভাব, গ্রুপিং এবং জুলাই-আগস্ট আন্দোলনে সরাসরি নির্দেশে গণহত্যা চালানোর অভিযোগের কথা আদালতে তুলে ধরেন।
জবানবন্দিতে মামুন নিজের দায় স্বীকার করে শহীদ ও আহত পরিবার, দেশবাসী এবং ট্রাইব্যুনালের কাছে ক্ষমা চান। তিনি বলেন, শেখ হাসিনা ও কামালের নির্দেশে যে হত্যাযজ্ঞ চালানো হয়েছিল, তা ছিল মানবতাবিরোধী অপরাধ।
মামলাটিতে এখন পর্যন্ত মোট ৩৬ জন সাক্ষী জবানবন্দি দিয়েছেন। অধিকাংশ সাক্ষীই তাদের বক্তব্যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কামালসহ সংশ্লিষ্টদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন।
সূত্র: বাংলাদেশ জার্নাল
এনএন/ ০৪ সেপ্টেম্বর ২০২৫









