জাতীয়

যুক্তরাষ্ট্রের শুল্ক কমিয়ে ১৫ শতাংশে নামানোর চেষ্টা চলছে

ঢাকা, ১২ আগস্ট – বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন বলেছেন, যুক্তরাষ্ট্র বাংলাদেশের পণ্য আমদানির ওপর যে ২০ শতাংশ পাল্টা শুল্ক আরোপ করেছে, তা কমিয়ে ১৫ শতাংশে নামিয়ে আনার চেষ্টা চলছে।

মঙ্গলবার (১২ আগস্ট) দুপুরে বাণিজ্য মন্ত্রণালয়ে এক সভা শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

বাণিজ্য উপদেষ্টা বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে শুল্ক নিয়ে আমাদের আলোচনা চলমান। ২০ শতাংশ শুল্ক কমিয়ে ১৫ শতাংশ করার জন্য সরকারের সব মহল থেকে সম্মিলিত প্রচেষ্টা চালানো হচ্ছে। তবে এটি নিশ্চিত করে বলা সম্ভব নয়, কারণ চূড়ান্ত সিদ্ধান্ত যুক্তরাষ্ট্রের ওপর নির্ভর করে।

শেখ বসিরউদ্দিন আরও বলেন, যুক্তরাষ্ট্র-বাংলাদেশের বাণিজ্য ঘাটতি কমাতে বাংলাদেশ যেসব পদক্ষেপ নিয়েছে, তার ফলে শুল্ক কমার সম্ভাবনা দেখা যাচ্ছে।

তিনি বলেন, এ মাসের শেষে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের একটি বাণিজ্য চুক্তি হতে পারে। এই চুক্তির খসড়া তৈরির কাজ করছে যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি (ইউএসটিআর)।

সূত্র: বাংলাদেশ জার্নাল
এনএন/ ১২ আগস্ট ২০২৫


Back to top button
🌐 Read in Your Language