জাতীয়

নৌকা মার্কাকে কোন বিবেচনায় শিডিউলভুক্ত করতে আইন মন্ত্রণালয়ে পাঠানো হলো

ঢাকা, ১৬ জুলাই – নৌকা মার্কাকে কোন বিবেচনায় শিডিউলভুক্ত করতে আইন মন্ত্রনলায়ে পাঠানো হলো সেই প্রশ্ন তুলেছেন স্থানীয় সরকার,পল্লী উন্নয়ন ও সমবয় মন্ত্রণালয় এবং যুব ও ক্রীড়া মন্ত্রনলায়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

মঙ্গলবার (১৫ জুলাই) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এমন প্রশ্ন তোলেন তিনি।

ফেসবুক পোস্টে উপদেষ্টা লেখেন,অভিশপ্ত ‘নৌকা’ মার্কাটাকে আপনারা কোন বিবেচনায় আবার শিডিউলভুক্ত করতে আইন মন্ত্রণালয়ে পাঠালেন?

তিনি লেখেন, সাংবিধানিক প্রতিষ্ঠান হিসেবে এই গণঅভ্যুত্থানকে আপনারা জাস্ট বৃদ্ধাঙ্গুলি দেখালেন। কাদের এজেন্ডা বাস্তবায়ন করতে এবং কাদেরকে দেওয়ার জন্য এই মার্কা রাখছেন আপনারা?

তিনি আরও লেখেন, পরাজিতদের স্বপ্নের রিফাইন্ড আওয়ামি লীগকে তাদের মার্কা ফিরিয়ে দিতে চান? বাংলাদেশের একজন নাগরিক হিসেবে নির্বাচন কমিশনের প্রতি প্রশ্ন রইলো।

সূত্র: জাগো নিউজ
এনএন/ ১৬ জুলাই ২০২৫


Back to top button
🌐 Read in Your Language