জাতীয়

বাস টার্মিনাল-রেল স্টেশন পরিদর্শন করলেন স্বরাষ্ট্র উপদেষ্টা

ঢাকা, ০৪ জুন – ঈদযাত্রায় সাধারণ মানুষের ভোগান্তি কমাতে অতিরিক্ত ভাড়া আদায়সহ বিভিন্ন বিষয়ে খোঁজ নিতে রাজধানীর মহাখালী বাস টার্মিনাল পরিদর্শনে এসেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো.জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.)।

বুধবার (৪ জুন) দুপুর ৩টা ১৫ মিনিট নাগাদ মহাখালী বাস টার্মিনাল পরিদর্শনে আসেন তিনি।

এসময় টার্মিনালের বিভিন্ন দূরপাল্লার বাস ঘুরে দেখেন তিনি। এছাড়াও যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায়ের বিষয়ে খোঁজ-খবর নেন এবং যাত্রীদের সঙ্গে কথা বলেন। একই সঙ্গে পরিবহন যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় না করা ও যাত্রীদের কোনো ধরণের হয়রানি না করতে শ্রমিকদের আহ্বান জানান।

এর আগে, কমলাপুর রেলওয়ে স্টেশন পরিদর্শন ও উত্তর শাহজাহানপুর মৈত্রী সংঘ ক্লাবের খালি জায়গায় স্থাপিত কোরবানির পশুর হাট পরিদর্শন করেন স্বরাষ্ট্র উপদেষ্টা।

সূত্র: বার্তা২৪.কম
আইএ/ ০৪ জুন ২০২৫


Back to top button
🌐 Read in Your Language