জাতীয়

প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাত করার জন্য সময় চাইলো জামায়াত

ঢাকা, ২৩ মে – প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করার জন্য সময় চেয়েছে জামায়াতে ইসলামী বাংলাদেশ।

মৌখিকভাবে প্রধান উপদেষ্টার কার্যালয়ের পক্ষ থেকে শনিবার (২৪ মে) সন্ধ্যা ৬টায় দলটিকে সাক্ষাতের সময় দেওয়া হয়েছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে বিবিসি বাংলা।

এ বিষয়ে জামায়াতে ইসলামীর নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের জানিয়েছেন, চলমান বিষয় নিয়ে আলাপচারিতার জন্য তারা প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করতে চাচ্ছেন।

দলটি মনে করে প্রধান উপদেষ্টার পদত্যাগ কোনো সমাধান নয়। তার চায় ড. ইউনূসের নেতৃত্বেই আগামী নির্বাচন অনুষ্ঠিত হোক।

এর আগে উদ্ভূত পরিস্থিতিতে সর্বদলীয় রাজনৈতিক বৈঠকের আহ্বান জানিয়েছেন জামায়াতের আমির ডা. শফিকুর রহমান। তার পক্ষ থেকে জামায়াতে ইসলামীর ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ আহ্বান জানানো হয়।

সূত্র: ঢাকা পোস্ট
এনএন/ ২৩ মে ২০২৫


Back to top button
🌐 Read in Your Language