জাতীয়

জাতীয় স্বার্থে স্পর্শকাতর বিষয়গুলো এড়িয়ে চলার আহ্বান জামায়াত আমিরের

ঢাকা, ২২ মে – ফ্যাসিবাদবিরোধী পক্ষগুলোকে নতুন বার্তা দিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

বৃহস্পতিবার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ বার্তা দেন তিনি।

জামায়াত আমির তার পোস্টে বলেন, ‘ফ্যাসিবাদবিরোধী সব পক্ষকে মান, অভিমান ও ক্ষোভ একদিকে রেখে জাতীয় স্বার্থে দূরদর্শী ও দায়িত্বশীল ভূমিকা পালনের জন্য আন্তরিকভাবে অনুরোধ জানাই। যার যার অবস্থান থেকে সর্বোচ্চ দায়িত্বশীল ভূমিকা পালন করি।

তিনি আরো বলেন, ‘আল্লাহ তায়ালা এই জাতিকে সাহায্য করুন এবং সব ধরনের ক্ষতির হাত থেকে রক্ষা করুন। আমিন।’

সূত্র: কালের কন্ঠ
আইএ/ ২২ মে ২০২৫

 


Back to top button
🌐 Read in Your Language