হান্নান মাসুদের জিম্মায় ছেড়ে দেওয়া হলো তিন সমন্বয়ককে

ঢাকা, ২০ মে – রাজধানীর ধানমন্ডি থানার ৪ নম্বর সড়কে মব সৃষ্টি করে একজন পাবিলার্সকে স্বৈরাচারের দোসর আখ্যা দিয়ে তার বাসার সামনে বিশৃঙ্খলা করার অভিযোগে আটক তিন সমন্বয়কে ছেড়ে দিয়েছে ধানমন্ডি থানা-পুলিশ।
মঙ্গলবার (২০ মে) বিকেলে জাতীয় নাগরিক কমিটির সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক হান্নান মাসুদের জিম্মায় তাদের ছেড়ে দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন ধানমন্ডি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ক্যশৈনু।
তিনি বলেন,’তাদের একজন সিনিয়র সমন্বয়ক এসেছিলেন। তার জিম্মায় আটকদের ছেড়ে দিয়েছি’
বুধবার (১৯ মে)দ দিবাগত রাতে ঘটনাস্থল থেকে আটকের পর ছেড়ে দেওয়া সমন্বয়করা হলেন, মোহাম্মদপুর থানার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের(বৈবিছাআ) আহ্বায়ক সাইফুল ইসলাম রাব্বী। তাকে বিকেলে নৈতিক স্খলনজনিত কারণ দেখিয়ে অব্যাহতি দেওয়া হয়েছে। বাকি দুজন হলেন,বৈবিছা ঢাকা মহানগর শাখার সিনিয়র যুগ্ম সদস্য সচিব আফারহান সরকার দিনার ও বৈবিছাআ-এর কোন পদে নেই এমন একজন মো: উল্লাহ জিসান।
গত রাতে আটকের পর আজ বিকেল তিনটা পর্যন্ত সেখানে ধানমন্ডি থানায় ছিলেন এই তিনজন সমন্বয়ক৷ আজ দুপুরের পর ধানমণ্ডি থানায় আসেন জাতীয় নাগরিক কমিটির সিনিয়র যুগ্ন মুখ্য সমন্বয়ক হান্নান মাসুদ। প্রায় ঘণ্টা খানেক থানার উর্ধতন কর্মকর্তাদের সঙ্গে আলাপ,আলোচনার পর তার জিম্মায় এই তিনজনকে ছেড়ে দেয় ধানমণ্ডি থানা-পুলিশ।
তিনজনকে ছাড়িয়ে নেওয়ার বিষয় জানতে চাইলে হান্নান মাসুদ বলেন,’এমনি খোজ-খবর নিতে এসেছি।একটা ভুল বোঝাবুঝি হয়েছিলো সেটা মিমাংসা করা হলো। এই ঘটনায় বাইরের অনেকেই জরিত আছে। সেগুলো আমরা খতিয়ে দেখছি।
এ দিকে গত মাসের ২৭ তারিখ মোহাম্মদপুরে এক ব্যবসায়ীর কাছ থেকে চাঁদা আদায় ও গণমাধ্যমে প্রকাশ হওয়ায় টাকা ফেরত দেওয়ার অভিযোগ উঠেছিলো।
সূত্র: বার্তা২৪.কম
আইএ/ ২০ মে ২০২৫









