পশ্চিমবঙ্গ

দেশে জঙ্গি ঢুকিয়ে যুদ্ধের নাটক করছে বিজেপি

নয়াদিল্লি, ০৪ মে – ভারত-পাকিস্তান উত্তেজনার মধ্যে এবার বাংলাদেশের প্রসঙ্গ টেনে নরেন্দ্র মোদিকে তুলোধুনো করলেন পশ্চিমবঙ্গের নেতা কীর্তি আজাদ। তিনি পেহেলগামের হামলাকে মোদির ‘নাটক’ হিসেবে বর্ণনা করেছেন।

হিন্দুস্টান টাইমসের প্রতিবেদন অনুসারে, আজ শনিবার পাকিস্তান আবার হুমকি দিয়েছে ভারতের উদ্দেশে। সিন্ধুর ওপর বাঁধ নির্মাণ করলেই তা গুঁড়িয়ে দেওয়া হবে। এই হুমকির পর ভারত কোনো পাল্টা জবাব দেয়নি।

সম্পূর্ণ পরিস্থিতি নিয়ে মোদি সরকারকে কাঠগড়ায় তুলে তৃণমূল কংগ্রেস এমপি ও ভারতীয় দলের সাবেক ক্রিকেটার কীর্তি আজাদ বলেন, দেশের গোয়েন্দা বিভাগ ব্যর্থ। বিজেপি বাংলায় (পশ্চিমবঙ্গে) বাংলাদেশিদের অনুপ্রবেশের সমালোচনা করে, আর দেশে জঙ্গি ঢুকিয়ে দিয়ে যুদ্ধ যুদ্ধ নাটক করছে। জঙ্গি আর পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ যুদ্ধ নাটক করছে বিজেপি। আসলে এসব ‘‌টাই টাই ফিস ফিস, ঠনঠন গোপাল’‌।

হিন্দুস্টান টাইমস অনুসারে, পশ্চিমবঙ্গের বিএসএফ জওয়ান পূর্ণম কুমার সাউ এখন পাকিস্তানে বন্দি। ভারত তাকে এখন পর্যন্ত ছাড়িয়ে আনতে পারেনি। বারবার পতাকা বৈঠক করেও কোনো সুরাহা হয়নি।

এই পরিস্থিতিতে কীর্তি আজাদের বক্তব্য, ‘‌মোদি পেহেলগামে যেতে পারলেন না?‌ কাশ্মীর ইস্যুতে সর্বদলীয় বৈঠকে থাকতে পারলেন না?‌ অথচ বিহার সফর করছেন বিধানসভা ভোটের জন্য!‌ এর চেয়ে আর লজ্জার কি হতে পারে। পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করতে এতো দেরি কিসের? কেন ব্যর্থ গোয়ান্দা বিভাগ?’‌

সূত্র: ইত্তেফাক
আইএ/ ০৪ মে ২০২৫


Back to top button
🌐 Read in Your Language