জাতীয়

জাতির স্বার্থে দল মত নির্বিশেষে আমরা ঐক্যবদ্ধ

ঢাকা, ২৮ এপ্রিল – জামায়াতের আমির ড. শফিকুর রহমান বলেছেন, কেউ যদি দেশকে ভালোবাসে, দেশের জনগণকে ভালোবাসে, তাহলে সে দেশ ছেড়ে পালাতে পারে না। মীর কাসেম আলী আমেরিকায় ছিলেন। তার কিছু বন্ধু তাকে বাংলাদেশে আসতে নিষেধ করেছিল। তিনি বলেছিলেন, বাংলাদেশে গেলে কী হবে। তার বন্ধুরা বলেছিল, আপনারও একই অবস্থা হতে পারে। তখন তিনি বলেছিলেন, মৃত্যুর কাছে দাঁড়িয়ে বলব আমার বিরুদ্ধে যেসব অভিযোগ রয়েছে, সেসব মিথ্যা।

সোমবার (২৮ এপ্রিল) জাতীয় প্রেসক্লাবে মাওলানা আব্দুস সুবহান রহ ফাউন্ডেশন কর্তৃক এক বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, মীর কাসেম আলী দেশকে ভালোবাসতেন। দেশের মানুষকে ভালোবাসতে।আর দেশকে ভালোবাসতেন বলেই দেশে ফিরে এসেছিলেন।

তিনি আরও বলেন, মাওলানা সোবহানরা কখনো হারিয়ে যায় না। আমার যারা সহকর্মী রাজনৈতিক মাঠে আছে, তাদেরকে বলব তাদের (সোবহানরা) কাছ থেকে শিক্ষা অর্জন করতে।

নেতা কর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, মাওলানা আব্দুস সুবহান এর মত উদারতা সাহসিকতা আমাদেরকে অর্জন করতে হবে। জাতির স্বার্থে দল মত নির্বিশেষে আমরা ঐক্যবদ্ধ। ব্যক্তিগত ভাবে কেউ পরাজিত হতে পারে। কিন্তু সবাই ঐক্যবদ্ধ হলে এ জাতি বিজয়ী হবে।

সূত্র: ঢাকা পোস্ট
এনএন/ ২৮ এপ্রিল ২০২৫


Back to top button
🌐 Read in Your Language