জাতীয়

নারীবিষয়ক প্রতিবেদনের কড়া প্রতিক্রিয়া জানালেন জামায়াত আমির

ঢাকা, ২০ এপ্রিল – প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের কাছে নারীবিষয়ক সংস্কার কমিশনের প্রতিবেদন জমা দিয়েছে প্রতিনিধি দল। তবে এই প্রতিবেদনে গর্হিত বিষয় আছে দাবি করে বিস্ময় প্রকাশ করেছেন জামায়াতে ইসলামী নেতা ডা. শফিকুর রহমান।

রোববার (২০ এপ্রিল) রাত সোয়া ৮টায় ফেসবুকে নিজের ভেরিফায়েড পেজে এক পোস্টে তিনি এ বিস্ময় প্রকাশ করেন।

পোস্টে তিনি লেখেন, ‘গতকাল অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. ইউনূসের কাছে প্রতিবেদন জমা দিয়েছে নারী বিষয়ক সংস্কার কমিশন। তাদের সুপারিশকৃত রিপোর্ট দেখে বিস্মিত।’

তিনি বলেন, ‘দেশে যখন নৈতিকতার অভাবে বিভিন্ন ধরনের সামাজিক এবং পারিবারিক সমস্যা দেখা দিচ্ছে, সেই প্রেক্ষাপটে নৈতিক ও ধর্মীয় মূল্যবোধের ভিত্তিতে সামাজিক শৃঙ্খলা ও সৌন্দর্য ফিরিয়ে আনার পরিবর্তে উক্ত সুপারিশমালায় এমন কিছু গর্হিত বিষয় নিয়ে আসা হয়েছে, তা সমাজকে অনিশ্চয়তা ও চরম অস্থিতিশীলতার দিকে ঠেলে দেবে।’

ধর্মীয় বিধান উল্লেখ করে জামায়াত নেতা বলেন, ‘কতিপয় সুপারিশ কোরআন ও হাদিসের সুস্পষ্ট লঙ্ঘন। পাশাপাশি সকল ধর্মের মূল্যবোধকে তছনছ করে দেবে।’

শেষে তিনি বলেন, ‘বাংলাদেশের জনগণ এক বাক্যে তা প্রত্যাখ্যান করবে।’

সূত্র: কালবেলা
এনএন/ ২০ এপ্রিল ২০২৫


Back to top button
🌐 Read in Your Language