উত্তর আমেরিকা

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী হলেন ব্লিনকেন

ওয়াশিংটন, ২৮ জানুয়ারি – যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী হিসেবে নিয়োগ পেয়েছেন অ্যান্থনি ব্লিনকেন। স্থানীয় সময় মঙ্গলবার নতুন প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসনে তার নিয়োগ নিশ্চিত করেছে সিনেট। মার্কিন কংগ্রেসে উচ্চকক্ষের ভোটাভুটিতে দেশটির ৭১তম পররাষ্ট্রমন্ত্রী হিসেবে তার নিয়োগ চূড়ান্ত হয়।

ব্লিনকেন বাইডেনের খুব ঘনিষ্ঠ ও আস্থাভাজন ব্যক্তি হিসেবে পরিচিত। এছাড়া, তাকে ‘বৈশ্বিক জোটের রক্ষক’ হিসেবেও ডাকেন অনেকে। কাছের অনেকে তাকে ‘কূটনীতিকদের কূটনীতিক’ হিসেবেও বর্ণনা করেছেন।

এর আগে ওবামা প্রশাসনে সহকারী পররাষ্ট্রমন্ত্রী ও সহকারী জাতীয় নিরাপত্তা উপদেষ্টার দায়িত্ব সামলেছেন ৫৮ বছর বয়সী ব্লিনকেন।

আরও পড়ুন: সন্ত্রাসী হামলার আশঙ্কায় সতর্কমাত্রা বাড়ালো যুক্তরাজ্য

বেশ কিছু দিন আইনচর্চার পর ১৯৮০ সালের শেষ দিকে ডেমোক্র্যাট রাজনীতিতে যোগ দেন ব্লিনকেন। হার্ভার্ড বিশ্ববিদ্যালয় এবং কলম্বিয়া আইন স্কুলের স্নাতক করেন তিনি।

দীর্ঘদিন ডেমোক্র্যাটদের পররাষ্ট্রনীতির সঙ্গে যুক্ত ব্লিনকেন বিশ্বজুড়ে যুক্তরাষ্ট্রের প্রভাব বাড়াতে নজর দেবেন বলে মনে করা হচ্ছে। এছাড়া, মিত্র দেশগুলোর সঙ্গে সম্পর্ক ধরে রাখতেও অগ্রাধিকার দিতে পারেন তিনি।

সূত্র : রাইজিংবিডি
এন এইচ, ২৮ জানুয়ারি

Back to top button