টরন্টোর প্রবীন সদস্যা খালেতুন খলিল আর নেই
টরন্টো, ১০ ফেব্রুয়ারি – বৃহত্তর টরন্টোর বাংলাদেশ কমিউনিটির প্রবীন সদস্যা খালেতুন খলিল (শেফালি) আর নেই। দূরারোগ্য ব্যধি ক্যান্সারে আক্রান্ত হয়ে গত রবিবার তিনি তিনি তাঁর মিসিসগাস্থ নিজ বাসভবনে মৃত্যুবরণ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল প্রায় ৮২ বছর। তিনি একসময় বাংলাদেশ এসোসিয়েশন অব কানাডার সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়া কমিউনিটির বিভিন্ন সাংস্কৃতিক কর্মকান্ডে তিনি ওতোপ্রতোভাবে জড়িত ছিলেন। আশির দশকে কানাডায় যে ক’জন বাংলাদেশি রিয়েলটর ব্যবসায় যুক্ত হন খালেতুন খলিল তাদের মধ্যে অন্যতম। তিনি দোভাষী হিসেবেও বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানে কাজ করতেন।
খালেতুন খলিল অত্যন্ত প্রতিভাময়ী ও ব্যক্তিত্ব সম্পন্ন একজন মানুষ ছিলেন। নাচ, গান ছাড়াও তিনি লেখালেখি ও চিত্রাঙ্কণ ভালবাসতেন। তাঁর আঁকা বেশ কিছু চিত্র অন্টারিও সরকারের অনুদানে অ্যালবাম প্রকাশিত হয়।
উল্লেখ্য, প্রায় ৫৫ বছর আগে খালেতুন খলিল কানাডায় আসেন।