ইউরোপ

দোনবাসে রাশিয়া ‘ফসফরাস বোমা’ ব্যবহার করেছে : ইউক্রেন

কিয়েভ, ২৯ এপ্রিল – রাশিয়া দোনবাস প্রদেশের সোলোভইয়োভেতে ফসফরাস বোমা ব্যবহার করেছে। শুক্রবার এমন দাবি করেছেন দোনেৎস্কের সামরিক প্রশাসনের প্রধান পাভলো কায়রেলেঙ্কো।

যদিও ফসফরাস বোমা রাসায়নিক অস্ত্রের সমগোত্রীয় না। তবে আগুন লাগিয়ে দেয় বা আগুন ছড়িয়ে দেয় এমন অস্ত্র জনবহুল এলাকায় ব্যবহার করা নিষিদ্ধ।

পাভলো কায়রেলেঙ্কো আরও জানিয়েছেন, রাশিয়ান সেনারা লাসতোচাকনে গ্রামে ফের হামলা চালিয়েছে। তাদের হামলায় একটি বাড়ি এবং একটি দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে।

তিনি আরও জানিয়েছেন, রাশিয়ানরা আভদিভকায় রকেট লঞ্চার দিয়ে হামলা চালিয়েছে। এর আগে এ স্থানটিতে বিমান হামলা ও গোলাবর্ষণ করে তারা।

রুশদের হামলায় সাধারণ মানুষের ঘরবাড়ি ও বিভিন্ন অবকাঠামো ধ্বংস হয়েছে।

এদিকে রাশিয়া ইউক্রেনে প্রথম হামলা করে ২৪ ফেব্রুয়ারি। তাদের লক্ষ্য ছিল রাজধানী কিয়েভ দখল করা। কিন্তু এ মিশনে ব্যর্থ হয় রুশ বাহিনী।

এরপর দোনবাস প্রদেশের লুহানেস্ক ও দোনেৎস্কে হামলা শুরু করে।

রাশিয়া জানিয়েছে, তারা পুরো দোনবাস ইউক্রেনের হাত থেকে স্বাধীন করবে।

সূত্র: যুগান্তর
এম ইউ/২৯ এপ্রিল ২০২২

Back to top button