ফুটবল

চেলসির বিপক্ষে ডাগ আউটে নেই ক্লপ

দলের চার খেলোয়াড় করোনার কারণে আগে থেকেই দলের বাইরে। চেলসির বিপক্ষে হাই ভোল্টেজ ম্যাচের আগে এবার আরও বড় দুঃসংবাদ পেলো লিভারপুল। লিভারপুল বস ইউর্গেন ক্লপও করোনার কারণে থাকতে পারছেন না ডাগ আউটে।

রোববার ইংলিশ প্রিমিয়ার লিগে (ইপিএল) চেলসির বিপক্ষে স্ট্যামফোর্ড ব্রিজে মাঠে নামবে লিভারপুল। এই ম্যাচের আগের থেকেই করোনার কারণে দলের বাইরে ডিফেন্সের সবচেয়ে বড় ভরসা ভার্জিল ভ্যান ডাইক। এ বাদেও দলের সাথে নেই মিডফিল্ডার থিয়াগো আলকান্তারা, ফ্যাবিনহো ও কার্টিস জোনস।

ম্যাচের আগেরদিন লিভারপুল বস ক্লপের করনা আক্রান্ত হয়ার খবর দেয় ক্লাবটি। ক্লাবের বিবৃতিতে জানানো হয়, ক্লপের মধ্যে করোনার হালকা উপসর্গ রয়েছে এবং বর্তমানে তাকে আইসোলেশনে রাখা হয়েছে।

ইপিএলের এই হাই ভোল্টেজ এই ম্যাচের দিকে তাকিয়ে আছে দুই দলের সমর্থকরাই। ১৯ ম্যাচে ৪১ পয়েন্ট নিয়ে লিভারপুল টেবিলের তিন নাম্বারে। আর এক ম্যাচ বেশি খেলে ৪২ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে চেলসি। বলা যায় এই ম্যাচে যে জিতবে তারাই টেবিল টপার ম্যান সিটির ( ২১ ম্যাচে ৫৩ পয়েন্ট) সাথে ব্যাবধান কমিয়ে আনতে পারবে।

সূত্র : বাংলাদেশ জার্নাল
এন এইচ, ০২ জানুয়ারি

Back to top button