ক্রিকেট

বিশ্বকাপের ধারাভাষ্য কক্ষেও তারার মেলা

দুবাই, ১৬ অক্টোবর – ক্রিকেটের শর্টার ফরম্যাটের বিশ্ব আসরের মাঠের খেলা শুরু হবে ১৭ অক্টোবর। সব দলগুলো তাদের ক্রিকেটারের তালিকা ইতোমধ্যে হস্তান্তর করেছে আইসিসির কাছে। এবার ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা প্রকাশ করল টিভি সেটের সামনে দর্শকদের মাতিয়ে রাখে যে প্রাণ ভোমরা সেই ধারাভাষ্যকারের তালিকা। এবারও টাইগারদের কমেন্ট্রিবক্সে একমাত্র টাইগার প্রতিনিধি হিসেবে থাকছেন আতাহার আলী খান। মোট ২১ জনের তালিকা প্রকাশ করেছে আইসিসি। বিশ্ব আসরে পুরুষরা খেললেও ধারাভাষ্য কক্ষে থাকবে নাতালাই জার্মানোস, আনজুম চোপড়ার মতো নারী ধারাভাষ্যকারও।

এছাড়া সাবেক অনেক তারকা ক্রিকেটারও এবার মাঠ মাতাবেন কণ্ঠ দিয়ে। তাদের মধ্যে থাকছেন নাসের হুসাইন, ইয়ান বিশপ, হার্শা ভোগলে, সুনীল গাভাস্কার, ড্যানি মরিসনের মতো জনপ্রিয় ধারাভাষ্যকাররা।

মাঠের ক্রিকেটকে রাঙিয়ে এবার ধারাভাষ্য কক্ষ রাঙাতে থাকবেন ক্যারিবীয়দের হয়ে দুইবারের টি-টোয়েন্টি বিশ্বকাপজয়ী অধিনায়ক ড্যারেন স্যামি। কিছুদিন আগে সাবেকের খাতায় নাম লেখানো দক্ষিণ আফ্রিকার ডেল স্টেইন ও অজি অলরাউন্ডার শেট ওয়াটসনও থাকবেন এবারের ধারাভাষ্য কক্ষে।

বিশ্বকাপে ধারাভাষ্য প্যানেলে যারা থাকছেন

আতহার আলী খান

ডেল স্টেইন

ড্যারেন স্যামি

শেন ওয়াটসন

হার্শা ভোগলে

নাসের হুসাইন

সুনীল গাভাস্কার

মুরালি কার্তিক

ইয়ান বিশপ

নাতালাই জার্মানোস

রাসেল আরনোল্ড

মাইক আথারটন

সাইমন ডউল

আনজুম চোপরা

প্রিস্টন মমসেন

নিয়াল ও’ব্রায়েন

বাজিদ খান

ড্যানি মরিসন

মার্ক নিকোলাস

অ্যালান উইকিলিন্স

এমপুমেলেলো এমবাংওয়া

সূত্র : আরটিভি
এম এস, ১৬ অক্টোবর

Back to top button