আগস্টের প্রথম প্রহরে শত আলো জ্বললো
ঢাকা, ০১ আগস্ট – শোকাবহ আগস্টের প্রথম প্রহরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন, মোমবাতি প্রজ্বালন ও আলোর মিছিল করেছে আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগ।
শনিবার (৩১ জুলাই) দিবাগত রাতে রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বর সড়কে বঙ্গবন্ধু ভবনের সামনে জ্বালানো হয় শত শত মোমবাতি।
আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগের শত শত নেতাকর্মী হাতে মোমবাতি জ্বালিয়ে জড়ো হন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতি বিজড়িত বাড়িটির সামনে। সেখানে বঙ্গবন্ধু প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়। পরে মোমবাতি প্রজ্বালন করা হয়।
আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নির্মল রঞ্জন গুহ ও সাধারণ সম্পাদক এ কে এম আফজালুর রহমান বাবুর নেতৃত্বে আলোর মিছিল অনুষ্ঠিত হয়।
অপরদিকে, ছাত্রলীগের কর্মসূচির নেতৃত্ব দেন সংগঠনের সভাপতি আল নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য।
সূত্র : আরটিভি
এন এইচ, ০১ আগস্ট