অন্যান্য

টোকিও অলিম্পিকে অষ্টম হয়ে বিদায় নিলেন জহির

টোকিও, ০১ আগস্ট – টোকিও অলিম্পকে পুরুষদের চার’শ মিটার স্প্রিন্টের হিটে আট জন প্রতিযোগির মধ্যে অষ্টম হয়ে বিদায় নিলেন বাংলাদেশের জহির রায়হান। তার সঙ্গে টোকিও অলিম্পিক যাত্রা শেষ হলো বাংলাদেশেরও।

বিভিন্ন ডিসিপ্লিনে অংশ নেওয়া ছয় প্রতিযোগির পাঁচ জন বিদায় নিয়েছেন আগেই। বাকিরা উন্নতির ছাপ দেখালেও জহির গড়তে পারেননি নিজের সেটা টাইমিংটাও।

বাংলাদেশ নৌ-বাহিনীর এই অ্যাথলেট দৌড় শেষ করেছেন ৪৮ দশমিক দুই নয় সেকেন্ড সময় নিয়ে। যা নিজের সেরা টাইমিং থেকেও ০.৫৫ সেকেন্ড বেশি। জহিরের সেরা টাইমিং ছিল ৪৭ দশমিক তিন চার সেকেন্ড।

প্রথম রাউন্ডের এই হিটে ৪৪ দশমিক আট দুই সেকেন্ড সময় নিয়ে প্রথম হয়েছেন যুক্তরাষ্ট্রের মাইকেল চেরি। এবারও শুধু অংশগ্রহনেই সীমাবদ্ধ থাকলো বাংলাদেশের অলিম্পিক।

সূত্র : আরটিভি
এন এইচ, ০১ আগস্ট

Back to top button