কুমিল্লা

কুমিল্লায় করোনায় আরও ৯ জনের মৃত্যু, শনাক্ত ৩১৪

কুমিল্লা, ০১ আগস্ট – কুমিল্লায় গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে আরও ৯ জনের মৃত্যু হয়েছে। নতুন করে করোনা শনাক্ত হয়েছে ৩১৪ জনের।

রোববার (০১ আগস্ট) জেলা সিভিল সার্জন ডা. মীর মোবারক হোসাইন এ তথ্য নিশ্চিত করেছেন।

ডা. মীর মোবারক হোসাইন আরটিভি নিউজকে জানিয়েছেন, করোনায় আক্রান্ত হয়ে দেবিদ্বার ও মুরাদনগরে দুজন করে, কুমিল্লা সিটি করপোরেশন, সদর দক্ষিণ, দাউদকান্দি, নাঙ্গলকোট ও বরুড়া উপজেলায় একজন করে মারা যান। এ নিয়ে জেলায় মৃতের সংখ্যা দাঁড়াল ৭২০ জনে।

এদিকে ২৪ ঘণ্টায় কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের ল্যাবে ৯১৩ জনের নমুনা পরীক্ষায় ৩১৪ জনের করোনা শনাক্ত হয়। এখন পর্যন্ত জেলায় করোনা আক্রান্তের সংখ্যা ২৮ হাজার ৩৫৮ জন।

নতুন আক্রান্তদের মধ্যে কুমিল্লা সিটি করপোরেশনের ৯৭ জন, আদর্শ সদরের তিনজন, সদর দক্ষিণের দুজন, বুড়িচংয়ের ২৫ জন, ব্রাহ্মণপাড়ার চারজন, চান্দিনার একজন, চৌদ্দগ্রামের তিনজন, দেবিদ্বারের ৩০ জন, দাউদকান্দির ২৫ জন, লাকসামের ৩৬ জন, লালমাইয়ের ১৯ জন, নাঙ্গলকোটের একজন, বরুড়ার ৬১ জন, মুরাদনগরের ছয়জন ও তিতাসের একজন রয়েছেন।

সূত্র : আরটিভি
এন এইচ, ০১ আগস্ট

Back to top button