অনুশীলনে নামছেন সাকিব-স্টার্করা
ঢাকা, ০১ আগস্ট – কোয়ারেন্টিন শেষ। বাংলাদেশ ও অস্ট্রেলিয়া দলের খেলোয়াড়দের এবার মাঠে নামার পালা। আগামী মঙ্গলবার প্রথম টি-টোয়েন্টি ম্যাচ। তার আগে দুই দিন অনুশীলন করে নিজেদের প্রস্তুত করবেন সাকিব, মাহমুদউল্লাহ, ওয়েড, স্টার্করা। বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার মধ্যকার সিরিজের বাকি চারটি ম্যাচ অনুষ্ঠিত হবে যথাক্রমে ৪, ৬, ৭ ও ৯ আগস্ট। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে দিবারাত্রির সব ম্যাচ শুরু সন্ধ্যা ৬টায়।
বাংলাদেশ ও অস্ট্রেলিয়া দলের খেলোয়াড়, কোচিং স্টাফের করোনা পরীক্ষা করানো হয়েছে। স্বস্তির খবর হলোÑ প্রথম দফায় প্রত্যেকের করোনা রিপোর্ট নেগেটিভ এসেছে। দ্বিতীয় দফায় নেগেটিভ আসা সাপেক্ষে আজ থেকে অনুশীলনের সুযোগ পাবেন দুই দলের খেলোয়াড়রা। সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে অনুশীলন করবে বাংলাদেশ দল।
একই ভেন্যুতে অস্ট্রেলিয়া দলের খেলোয়াড়রা নিজেদের ঝালিয়ে নেবেন বিকাল চারটা থেকে সন্ধ্যা সাড়ে সাতটা পর্যন্ত। এক মাসের জিম্বাবুয়ে সফর শেষে গত ২৯ জুলাই সকাল ৯টায় দেশে ফিরেছেন টাইগাররা। ঢাকাতে পৌঁছানোর পর তারা ইন্টারকন্টিনেন্টাল হোটেলে উঠেছেন। সেখানে তিন দিনের (২৯-৩১ জুলাই) আইসোলেশন শেষে আজ থেকে অস্ট্রেলিয়া সিরিজের জন্য অনুশীলন শুরু করবেন। অন্যদিকে বার্বাডোজ থেকে ২৯ জুলাই বিকাল চারটায় চার্টার্ড ফ্লাইটে করে ঢাকায় এসে পৌঁছান অজি দলের খেলোয়াড়রা। বিশেষ ব্যবস্থায় ইমিগ্রেশন শেষে তারা ইন্টারকন্টিনেন্টাল হোটেলে উঠেছেন। ম্যাথু ওয়েড, মিচেল স্টার্করাও তিন দিনের আইসোলেশনে ছিলেন। বাংলাদেশের বিপক্ষে মাঠে নামার আগে তারা আজ ও কাল অনুশীলন করার সুযোগ পাচ্ছেন।
প্রথমবার দ্বিপক্ষীয় টি-টোয়েন্টি সিরিজ খেলতে বাংলাদেশ সফরে এসেছে ক্রিকেট অস্ট্রেলিয়া। তারা একগাদা কঠিন শর্ত দিয়েছে। বিসিবি সব শর্ত মানতে রাজি হয়েছে। করোনা মহামারীর এই সময়ে কঠোর জৈব সুরক্ষা বলয়ে বাংলাদেশ ও অস্ট্রেলিয়া সিরিজ আয়োজন করা হচ্ছে। এ সিরিজে নেই স্মিথ, ওয়ার্নার, ম্যাক্সওয়েলরা। অ্যারন ফিঞ্চকে অধিনায়ক করা হলেও ওয়েস্ট ইন্ডিজ সফরে ইনজুরির কারণে তিনি ছিটকে গেছেন। ম্যাথু ওয়েডের নেতৃত্বে বাংলাদেশের বিপক্ষে অস্ট্রেলিয়ার মাঠে নামার সম্ভাবনা রয়েছে।
বাংলাদেশ দলেও বেশ কয়েকজন ক্রিকেটার নেই। ইনজুরির কারণে আগেই নিজেকে সরিয়ে নিয়েছেন তামিম ইকবাল। এ ছাড়া নিধারিত সময়ের মধ্যে কোয়ারেন্টিন শুরু করতে না পারায় খেলা হচ্ছে না মুশফিকুর রহিম ও লিটন দাসের। ইনজুরি আছে সাকিব আল হাসান ও সৌম্য সরকারেরও। তবে এ দুজনের খেলার সম্ভাবনাই বেশি। অস্ট্রেলিয়ার বিপক্ষে এর আগে চারটি টি-টোয়েন্টি ম্যাচ খেলে সবগুলোতেই হেরেছে বাংলাদেশ। এবার অবশ্য এ দলটার বিপক্ষে ভালো করার সুযোগ দেখছেন মাহমুদউল্লাহরা। সম্প্রতি জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ জয়ের আত্মবিশ^াস তাদের টনিক হিসেবে কাজ করবে। বাংলাদেশের প্রধান কোচ রাসেল ডমিঙ্গো মনে করেন, দেশের মাটিতে যে কোনো দলকে হারানোর সামর্থ্য রয়েছে তাদের। তিনি বলেন, ‘অস্ট্রেলিয়া শক্তিশালী দল। আমরাও সর্বোচ্চ চেষ্টা করব। বিশ^কাপের আগে ওদের হারাতে পারলে আমাদের আত্মবিশ^াস বাড়বে।’ নির্বাচক হাবিবুল বাশার মনে করেন, অস্ট্রেলিয়ার বিপক্ষে জিততে হলে নিজেদের সেরা ক্রিকেট খেলতে হবে। তিনি বলেন, ‘আমরা যদি ব্যাটিংটা ভালো করতে পারি তা হলে ইতিবাচক ফল আশা করছি।’
অস্ট্রেলিয়া স্কোয়াড : ম্যাথু ওয়েড, অ্যাশটন অ্যাগার, অ্যালেক্স কেয়ারি, ওয়েস অ্যাগার, জেসন বেহরেনডর্ফ, ড্যানিয়েল ক্রিস্টিয়ান, জশ হ্যাজেলউড, মোইজেস হেনরিকেস, মিচেল মার্শ, বেন ম্যাকডারমট, রাইলি মেরেডিথ, জশ ফিলিপি, মিচেল স্টার্ক, অ্যাশটন টার্নার, মিচেল সোয়েপসন, অ্যান্ড্রু টাই, অ্যাডাম জাম্পা। সফরসঙ্গী রিজার্ভ : ন্যাথান এলিস, তানভির স্যাঙ্ঘা।
বাংলাদেশ স্কোয়াড : মাহমুদউল্লাহ (অধিনায়ক), নাঈম শেখ, সৌম্য সরকার, সাকিব আল হাসান, আফিফ হোসেন, শামীম পাটোয়ারী, নুরুল হাসান সোহান, নাসুম আহমেদ, মেহেদী হাসান, সাইফউদ্দিন, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান, রুবেল হোসেন, শরিফুল ইসলাম, মোসাদ্দেক হোসেন, মোহাম্মদ মিঠুন, তাইজুল ইসলাম।
সূত্র : আমাদের সময়
এন এইচ, ০১ আগস্ট