রাষ্ট্রীয় মর্যাদায় এমপি আলী আশরাফের দাফন সম্পন্ন
কুমিল্লা, ০১ আগস্ট – রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়েছে কুমিল্লার চান্দিনা উপজেলার প্রবীণ রাজনীতিক সাবেক ডেপুটি স্পিকার ও এমপি অধ্যাপক আলী আশরাফকে।
শনিবার বিকেলে উপজেলার গল্লাই ইউনিয়নে পারিবারিক কবরস্থানে দাফন করা হয় তাকে। এর আগে গল্লাই ইসমাইল দাখিল মাদ্রাসা মাঠে তার প্রতি রাষ্ট্রীয় শ্রদ্ধা জানানো শেষে চতুর্থ জানাজা হয়। এতে অংশ নেন রাজনৈতিক নেতাকর্মী ও তার অসংখ্য ভক্ত-সমর্থক।
পাঁচবারের নির্বাচিত এমপি ছিলেন আলী আশরাফ। তার প্রতিটি জানায় মানুষের ঢল ছিল। তার ছেলে উপজেলা আওয়ামী লীগ সভাপতি ও এফবিসিসিআইর পরিচালক মুনতাকিম আশরাফ টিটু বাবার স্মৃতিচারণ করে তার জন্য সবার কাছে ক্ষমা ও দোয়া প্রার্থনা করেন।
শনিবার চান্দিনা মহিলা কলেজ মাঠে আলী আশরাফের মরদেহ আনার পর দলীয় নেতাকর্মীদের অনেকেই কান্নায় ভেঙে পড়েন। সেখানে জানাজা শেষে তার কফিনে শ্রদ্ধা নিবেদন করেন সাবেক প্রতিমন্ত্রী ড. রেদোয়ান আহমেদ, কুমিল্লা জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান, পুলিশ সুপার ফারুক আহমেদ, কেন্দ্রীয় আওয়ামী লীগ নেতা ইঞ্জিনিয়ার আব্দুস সবুর, কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগ সভাপতি মু. রুহুল আমিন, সহসভাপতি অ্যাডভোকেট নিজামুল হক, সাধারণ সম্পাদক রোশন আলী মাস্টার, চান্দিনা উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা তপন বক্সী, মুরাদনগর উপজেলা চেয়ারম্যান ড. আহসানুল আলম কিশোর। আরও শ্রদ্ধা নিবেদন করেন দেবিদ্বার উপজেলা পরিষদ চেয়ারম্যান আবুল কালাম আজাদ, আমরা মুক্তিযোদ্ধার সন্তান কেন্দ্রীয় কমিটির সভাপতি হুমায়ুন কবীর, বুড়িচং উপজেলা পরিষদ চেয়ারম্যান আখলাক হায়দার, চান্দিনা উপজেলা পরিষদের ইউএনও আশরাফুন নাহার, কুমিল্লা চেম্বার অব কমার্সের সভাপতি মাসুদ পারভেজ খান ইমরান প্রমুখ।
শুক্রবার বিকেল ৩টা ৩০ মিনিটে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান আলী আশরাফ। তার বয়স হয়েছিল ৭৪ বছর।
সূত্র : সমকাল
এন এইচ, ০১ আগস্ট